নয়াদিল্লি, 2 জানুয়ারি : হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের বিনামূল্যে এবং ব্যক্তিগতভাবে যোগাসনের ট্রেনিং দেবে দিল্লি সরকার (COVID Patients Get Free Online Yoga Training in New Delhi) ৷ করোনা আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ সম্প্রতি দিল্লি সরকারের তরফে প্রশিক্ষিত ট্রেনারদের দিয়ে যোগাসনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েথে দিল্লির বাসিন্দাদের জন্য ৷ সেখানে রোজ দিল্লির বাসিন্দারা যোগাসনের ট্রেনিং নিতে পারবেন ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘দিল্লি কি যোগশালা’ (Delhi Ki Yogshala) ৷ সেই দিল্লি কি যোগশালার প্রশিক্ষকরাই এ বার থেকে করোনা আক্রান্তদের অনলাইনে যোগাসনের প্রশিক্ষণ দেবেন (Yoga Training for COVID Patients) ৷
মণীশ সিসোদিয়া জানিয়েছেন, কোনও নাগরিকের করোনা আক্রান্ত হওয়ার তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, আক্রান্তের ফোনে একটি এসএমএস যাবে দিল্লি সরকারের তরফে ৷ সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে ৷ সেই লিঙ্কের মাধ্যমে যোগা প্রশিক্ষণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন করোনা আক্রান্ত ব্যক্তি ৷ প্রতিটি ক্লাসে একসঙ্গে 25 থেকে 35 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Maharashtra Covid News : মহারাষ্ট্রে 10 মন্ত্রী, 20 জনের বেশি বিধায়ক করোনা আক্রান্ত