বেঙ্গালুরু, 26 মার্চ : এবার থেকে বেঙ্গালুরু গেলেই দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট ৷ সেখানকার প্রশাসনের তরফে ওই নির্দেশ জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, আর টি- পিসিআর টেস্টে কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই বেঙ্গালুরুতে প্রবেশ করতে পারবেন অন্য় রাজ্য়ের বাসিন্দারা ৷ 1 এপ্রিল থেকে এই নির্দেশ চালু করা হবে ৷
কর্নাটকের স্বাস্থ্য়মন্ত্রী কে সুধাকর বলেছেন, "নতুন করে 1400 করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে গত 24 ঘণ্টায় ৷ যা খুবই চিন্তার বিষয় ৷ গত চার মাসের মধ্য়ে এটা সর্বাধিক ৷ মূলত যারা বাইরে থেকে এই রাজ্য়ে আসছেন তাঁদের মধ্য়ে বেশিরভাগই করোনা আক্রান্ত ৷" সেকারণেই কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্য়তামূলক করা হচ্ছে বলে জানানো হয়েছে ৷