পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহার নির্বাচনে 160 টন বায়োমেডিকেল বজ্র বেরিয়েছে, জানাল নির্বাচন কমিশন - নির্বাচন কমিশন

মহামারির মধ্য়ে বিহার নির্বাচন সবচেয়ে বড় পরীক্ষা ছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে ৷ তাই ভোটার, ভোটকর্মী, নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার কথা মাথায় রেখে 18 লাখ ফেস শিল্ড, 70 লাখ ফেস মাস্ক, 5.4 লাখ একবার ব্য়বহার যোগ্য় গ্লাভস বুথ কর্মী ও নিরাপত্তা বাহিনীর জন্য় দিয়েছিল কমিশন ৷ ভোটারদের জন্য় একহাতের সিঙ্গল ইউজ়ের জন্য় 7.21 কোটি গ্লাভস পাঠিয়েছিল নির্বাচন কমিশন ৷ ভোটার রেজিস্ট্রারে সই ও EVM-র বোতাম টেপার জন্য় ওই গ্লাভসগুলি দেওয়া হয়েছিল ৷

covid-nearly-160-tonnes-of-biomedical-waste-generated-during-bihar-polls
বিহার নির্বাচনে 160 টন বায়োমেডিকেল বজ্র বেরিয়েছে, জানালো নির্বাচন কমিশন

By

Published : Nov 15, 2020, 9:58 PM IST

দিল্লি, 15 নভেম্বর : বিহারে নির্বাচনের সময় প্রায় 160 টন বায়োমেডিকেল বজ্র বেরিয়েছিল বলে জানালো জাতীয় নির্বাচন কমিশন ৷ যার মধ্য়ে ছিল গ্লাভস, মাস্ক এবং খালি স্য়ানিটাইজ়ারের বোতল ৷ যা কোরোনা সংক্রমণ রুখতে ভোট কেন্দ্রে ব্য়বহার করেছিলেন বুথ কর্মী থেকে ভোটার ও নিরাপত্তা বাহিনীর সদস্য়রা ৷

মহামারির মধ্য়ে বিহার নির্বাচন সবচেয়ে বড় পরীক্ষা ছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে ৷ তাই ভোটার, ভোটকর্মী, নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার কথা মাথায় রেখে 18 লাখ ফেস শিল্ড, 70 লাখ ফেস মাস্ক, 5.4 লাখ একবার ব্য়বহার যোগ্য় গ্লাভস বুথ কর্মী ও নিরাপত্তা বাহিনীর জন্য় দিয়েছিল কমিশন ৷ ভোটারদের জন্য় একহাতের সিঙ্গল ইউজ়ের জন্য় 7.21 কোটি গ্লাভস পাঠিয়েছিল নির্বাচন কমিশন ৷ ভোটার রেজিস্ট্রারে সই ও EVM-র বোতাম টেপার জন্য় ওই গ্লাভসগুলি দেওয়া হয়েছিল ৷ 100 থেকে 150 মিলিলিটারের প্রায় 29 লাখ স্য়ানিটাইজ়ারের বোতলের ব্য়বস্থা করা হয়েছিল ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গাইডলাইন অনুযায়ী, ভোট কেন্দ্রগুলিকে ভোটের আগের দিন এবং ভোটের দিন তিনবার স্য়ানিটাইজ় করা হয়েছিল ৷ পাশাপাশি বিহারের নির্বাচন কমিশনের তরফে তিন দফা ভোটের জন্য় রাজ্য়ের স্বাস্থ্য় দপ্তর থেকে কোরোনার সেফটি মেটিরিয়ালগুলি চাওয়া হয়েছিল ৷ নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, বিহারের প্রতিটি জেলার জন্য় একটি বায়োমেডিকেল বজ্র ডিসপোজ়াল এজ়েন্সি রয়েছে ৷ তবে , তারা শুধুমাত্র হাসপাতাল এবং স্বাস্থ্য় কেন্দ্র থেকে বজ্র তোলে ৷ তাই জেলা প্রশাসনের তরফ থেকে পরে বায়োমেডিকেল বজ্র ডিসপোজ়াল এজ়েন্সির কর্মী নিয়োগ করে সেই বজ্র তোলা হয়েছে ৷ তবে, বায়োমেডিকেল বজ্রগুলিকে কীভাবে ডিজ়পোজ় করতে হবে তাও ভোটকর্মীদের ট্রেনিং দেওয়া হয়েছিল ৷

কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটকর্মীরা প্রতি বুথের বাইরে দু’টি করে হলুদ ডাস্টবিন রেখেছিলেন ৷ যেখানে ব্য়বহার করা মাস্ক, গ্লাভস ও স্য়ানিটাইজ়ার বোতল ফেলা হতো ৷ 10 থেকে 15 টি ভোট কেন্দ্রের জন্য় একটি করে বায়োমেডিকেল বজ্র ডিসপোজ়াল এজ়েন্সির দল রাখা হয়েছিল ৷ ভোট মিটতে তাঁরা গাড়ি নিয়ে সেই বজ্রগুলি সরিয়ে নিয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details