নয়াদিল্লি, 14 এপ্রিল : করোনা জ্বরে কাবু দেশের রাজধানী ৷ তথ্য বলছে, দিল্লির 94টি হাসপাতালে ভেন্টিলেটরের সুবিধাযুক্ত কোভিড-19 আইসিইউ শয্যা রয়েছে ৷ এরমধ্যে 69টি হাসপাতালেই আর একটিও এমন শয্যা খালি নেই ৷ হাতে রয়েছে আর মাত্র 79টি শয্যা ৷
অন্যদিকে, ভেন্টিলেটরবিহীন কোভিড-19 আইসিইউ শয্যার বন্দোবস্ত করা হয়েছে রাজধানীর 110টি হাসপাতালে ৷ এর মধ্যে 75টি হাসপাতালেই আর একটিও খালি শয্যা নেই ৷ বুধবার দুপুর দু’টো পর্যন্ত করোনা শয্যার এই হিসাব দিয়েছে দিল্লি করোনা অ্য়াপ ৷
সব মিলিয়ে রাজধানীতে মোট ভেন্টিলেটরের সুবিধাযুক্ত কোভিড-19 আইসিইউ শয্যা রয়েছে 1 হাজার 117টি ৷ এর মধ্যে খালি রয়েছে আর মাত্র 79টি ৷ অন্যদিকে, দিল্লিতে মোট ভেন্টিলেটরবিহীন কোভিড-19 আইসিইউ শয্যা রয়েছে 2 হাজার 130টি ৷ এর মধ্যে খালি রয়েছে মাত্র 348টি ৷