গয়া, 22 ডিসেম্বর: শীঘ্রই বিহার সফরে আসছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama) ৷ বুদ্ধগয়ায় (Bodh Gaya) একমাস থাকবেন তিনি ৷ এদিকে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona) ৷ এই প্রেক্ষাপটে দলাই লামার সফরে একগুচ্ছ কোভিডবিধি (Covid Guidelines) কার্যকর করল সংশ্লিষ্ট প্রশাসন ৷
বুদ্ধগয়ায় যে বোধিবৃক্ষের নীচে বসে গৌতম বুদ্ধ তাঁর বোধিসত্ত্ব লাভ করেছিলেন, সেখানেই আসবেন দলাই লামা ৷ সেই সময় দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে 50 হাজারেরও বেশি ভক্ত বুদ্ধগয়ায় আসবেন ৷ এই জনসমাগমে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দলাই লামা বিহারে থাকাকালীন জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার এবং তিব্বত থেকে ভক্তরা বুদ্ধগয়ায় আসবেন ৷ সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা দলাই লামার সঙ্গে সাক্ষাৎ করবেন, তাঁদের সকলকেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে ৷ মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধি ৷ এই মর্মে ইতিমধ্যে গয়া বিমানবন্দরেও নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বিমানবন্দর থেকে যে পথে ভক্তরা দলাই লামার অনুষ্ঠানস্থলে যাবেন, সেই পথের যেকোনও জায়গায় সব ধরনের আপদকালীন পরিস্থিতিতে যাতে পরিষেবা দেওয়া যায়, তার জন্য স্বাস্থ্যকর্মীদের সারাক্ষণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:তাজমহলে ফের লাগু করোনা বিধি, প্রবেশের ছাড়পত্রে বাধ্যতামূলক করা হল টেস্ট
ইতিমধ্য়েই চিনে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার দাপট ৷ ক্রমে তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ এই প্রেক্ষাপটে দলাই লামার বিহার সফর নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না স্থানীয় প্রশাসন ৷ কর্তৃপক্ষের আশঙ্কা, বিদেশ থেকে আসা ভক্তদের মাধ্যমে ভারতেও ছড়িয়ে পড়তে পারে করোনার নতুন ভ্য়ারিয়্যান্ট ৷ আর তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে ৷ উল্লেখ্য, গত নভেম্বর মাসেই গয়া বিমানবন্দরে আসা তিনজন বিদেশি নাগরিকের শরীরে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছিল ৷ নির্দিষ্ট নির্দেশিকা মেনে তাঁদের সকলকেই দেশে ফেরত পাঠানো হয় ৷ ওই তিনজন যাত্রী মায়ানমারের নাগরিক ছিলেন ৷
এই প্রসঙ্গে গয়ার একজন সরকারি চিকিৎসক বলেন, "তিব্বতি ধর্মগুরুর অনুষ্ঠানে যোগ দিতে বহু বিদেশি ভক্ত বুদ্ধগয়ায় আসছেন ৷ এর ফলে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে দু'টি বিশেষ দলকে সর্বক্ষণ প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ বিদেশ থেকে আসা কোনও যাত্রী জ্বরে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাঁকে পরীক্ষা করা হচ্ছে ৷ তিনি করোনায় আক্রান্ত কিনা, তা জানতে আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে ৷ যাত্রীরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে ৷"