নয়াদিল্লি, 24 মে : দেখতে দেখতে দেশে 3 লাখের বেশি মানুষের প্রাণ কাড়ল করোনা ৷ সংখ্যাটা আড়াই লাখ থেকে তিন লাখে পৌঁছাতে লাগল মাত্র 12 দিন ৷ আমেরিকা ও ব্রাজিলের পর করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় দেশ এখন ভারত ৷ আমেরিকায় 6 লাখ এবং ব্রাজিলে সাড়ে চার লাখের কাছাকাছি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন ৷
দেশে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল 156 দিন ৷ সেখানে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মাত্র 12 দিনে সমসংখ্যক মানুষের প্রাণ নিল ৷ সরকারি হিসেব বলছে শুধুমাত্র মে মাসে এখনও পর্যন্ত 92 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে আজ 4 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এই মাসটা শেষ হতে এখনও এক সপ্তাহ বাকি ৷ সেদিক থেকে দেখলে মে মাসে করোনায় মৃত্যুর সংখ্যা 1 লাখ পার করে যেতে পারে ৷