নয়াদিল্লি, 26 এপ্রিল :মে মাসের মাঝামাঝি করোনার সংক্রমণ 48 লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে ৷ আরও স্পষ্ট করলে করোনা আক্রান্তের এই সংখ্যাটা পৌঁছতে পারে মে মাসের 14 থেকে 18 তারিখের মধ্যে ৷ অন্যদিকে রোজ সংক্রমণের সংখ্যা ছুঁতে পারে 4.4 লক্ষে ৷ আর তা হবে মে মাসের 4 থেকে 8 তারিখের মধ্যে ৷ এমনটাই মত আইআইটির বিজ্ঞানীদের ৷ তাঁরা নিজেদের গাণিতিক মডেল দিয়ে বিষয়টির পূর্বাভাস দিচ্ছেন বলেও জানিয়েছেন ৷
উল্লেখ্য, সোমবার সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 28.13 লক্ষ ৷ আর গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3.52 লক্ষ ৷ ফলে ওই বিজ্ঞানী যে হিসেব দেখাচ্ছেন তাতে আগামী 20 দিনের মধ্যে ভারতে করোনার আক্রান্তের সংখ্যা আরও 10 থেকে 20 লক্ষ বেড়ে যাবে ৷ আর আগামী 10 দিনের মধ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা 1 লক্ষ বৃদ্ধি পাবে ৷