পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে কমছে আক্রান্তের সংখ্যা, প্রধানমন্ত্রীকে বললেন কেজরিওয়াল

চলতি মাসের 10 নভেম্বর দিল্লিতে সর্বোচ্চ 8 হাজার 593 জন কোরোনায় আক্রান্ত হন ।

Covid Cases Decreasing In Delhi Since Nov 10 Peak Arvind Kejriwal To PM narendra modi
Covid Cases Decreasing In Delhi Since Nov 10 Peak Arvind Kejriwal To PM narendra modi

By

Published : Nov 24, 2020, 12:39 PM IST

দিল্লি, 24 নভেম্বর : কোরোনায় যে ক'টি রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ তার মধ্যে অন্যতম হল রাজধানী দিল্লি । চলতি মাসের 10 নভেম্বর দিল্লিতে সর্বোচ্চ 8 হাজার 593 জন কোরোনায় আক্রান্ত হন । তারপর থেকেই নাকি দিল্লিতে ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা । মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ওই রেকর্ড সংক্রমণের পর থেকেই রাজধানীতে আক্রান্তের সংখ্যা কমছে ।

আজ ভার্চুয়ালি আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মতো যেসব রাজ্যে কোরোনা পরিস্থিতি খুব খারাপ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । বৈঠকের প্রথম পর্যায়ে প্রতিটি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী । এই বিষয়ে কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে জানান, 10 নভেম্বর রেকর্ড সংক্রমণের পর থেকেই দিল্লিতে পজ়িটিভি রোগীর সংখ্যা কমছে ।

দিল্লিতে এখনও পর্যন্ত 5 লাখ 34 হাজার 317 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ নতুন করে 4 হাজার 454টি কেস সামনে এসেছে । মৃত্যু হয়েছে 8 হাজার 512 জনের ।

ABOUT THE AUTHOR

...view details