দিল্লি, 24 নভেম্বর : কোরোনায় যে ক'টি রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ তার মধ্যে অন্যতম হল রাজধানী দিল্লি । চলতি মাসের 10 নভেম্বর দিল্লিতে সর্বোচ্চ 8 হাজার 593 জন কোরোনায় আক্রান্ত হন । তারপর থেকেই নাকি দিল্লিতে ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা । মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ওই রেকর্ড সংক্রমণের পর থেকেই রাজধানীতে আক্রান্তের সংখ্যা কমছে ।
দিল্লিতে কমছে আক্রান্তের সংখ্যা, প্রধানমন্ত্রীকে বললেন কেজরিওয়াল - delhi corona
চলতি মাসের 10 নভেম্বর দিল্লিতে সর্বোচ্চ 8 হাজার 593 জন কোরোনায় আক্রান্ত হন ।
আজ ভার্চুয়ালি আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মতো যেসব রাজ্যে কোরোনা পরিস্থিতি খুব খারাপ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । বৈঠকের প্রথম পর্যায়ে প্রতিটি রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী । এই বিষয়ে কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে জানান, 10 নভেম্বর রেকর্ড সংক্রমণের পর থেকেই দিল্লিতে পজ়িটিভি রোগীর সংখ্যা কমছে ।
দিল্লিতে এখনও পর্যন্ত 5 লাখ 34 হাজার 317 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ নতুন করে 4 হাজার 454টি কেস সামনে এসেছে । মৃত্যু হয়েছে 8 হাজার 512 জনের ।