পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অগ্নিকাণ্ডের পরও অক্ষুণ্ণ থাকবে কোভিশিল্ডের সরবরাহ:  পুনাওয়ালা - করোনা ভ্য়াকসিন

সিরামের পুণের কারখানায় আগুন লাগলেও কোভিশিল্ডের উৎপাদন ব্য়াহত হবে না৷ প্রভাবিত হবে না টিকা সরবরাহের প্রক্রিয়াও৷ শুক্রবার একথা জানালেন সংস্থার সিইও আদর পুনাওয়ালা৷

COVID-19 vaccine supply not affected due to fire: Adar Poonawalla
অগ্নিকাণ্ডের পরও অক্ষুণ্ণ থাকবে কোভিশিল্ডের সরবরাহ: আদর পুনাওয়ালা

By

Published : Jan 22, 2021, 8:14 PM IST

পুণে (মহারাষ্ট্র), 22 জানুয়ারি:তাঁদের পুণের কারখানায় আগুন লাগলেও তাতে কোরোনা টিকার সরবরাহ প্রভাবিত হবে না৷ শুক্রবার একথা জানিয়েছেন সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) সিইও আদর পুনাওয়ালা৷ এদিন একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘অগ্নিকাণ্ডের জন্য় কোভিড-19 টিকা সরবরাহে কোনও সমস্য়া হবে না৷ ওই কারখানায় টিকা তৈরি হত না৷ আমাদের সৌভাগ্য় যে অন্য় একটি বহুতলে দুর্ঘটনাটি ঘটে৷ যদিও এই অগ্নিকাণ্ডে 1 হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে৷ তবে তাতে কোভিশিল্ড ভ্য়াকসিনের উৎপাদনে কোনও প্রভাবই পড়বে না৷ মজুত করে রাখা টিকারও কোনও ক্ষতি হয়নি৷‘‘

প্রসঙ্গত, বৃহস্পতিবারই সিরামের মঞ্জরী কেন্দ্রে আগুন লাগে৷ সেখানকার নির্মীয়মাণ একটি বহুতল থেকে ছ‘জনকে উদ্ধারও করা হয়৷ এর কয়েক ঘণ্টার মধ্য়েই পুণেয় সিরামের বহুতলের অন্য় একটি অংশে আগুন লাগে৷ তাতে প্রাণ যায় পাঁচজনের৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য়মন্ত্রী রাজেশ তোপে জানান, ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীনই দুর্ঘটনা ঘটে৷ ঘটনায় মৃতদের পরিবারের জন্য় 25 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করে সিরাম কর্তৃপক্ষ৷

ABOUT THE AUTHOR

...view details