প্যারিস, 25 এপ্রিল: বিশ্বজুড়ে কোভিড ভ্যাকসিনের ছুঁচ ফোটানোর সংখ্যার পেরলো 100 কোটি ৷ যদিও করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী ৷ বিশেষত ভারতের অবস্থা খুবই খারাপ ৷
এএফপি-র হিসেব অনুযায়ী শনিবার পর্যন্ত 207টি দেশে অন্ততপক্ষে 1,002,938,540 টি ডোজ় দেওয়া হয়েছে ৷
যদিও শুক্রবার বিশ্বে সংক্রমণের সংখ্যা ছিল 8,93,000, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ ৷ এর মধ্যে এক তৃতীয়াংশ ভারতের ৷ শনিবার 3,46,786 সংখ্যক নতুন সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত ৷ গত 24 ঘণ্টায় 2,624 জনের মৃত্যু হয়েছে ৷ 2019-এর ডিসেম্বর মাসে চিনে শুরু হওয়া সংক্রমণে সারা বিশ্বে 30 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন ৷
মোকাবিলার উপায়-
প্যানডেমিকের এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ পৃথিবীর কোথাওই রেখাচিত্র নিম্নমুখী হচ্ছে না, তাও বিভিন্ন দেশের সরকার ভ্যাকসিনের উপরেই ভরসা করছে ৷ আর সারা দুনিয়ায় এক মাসেরও কম সময়ের মধ্যে এর উৎপাদন দ্বিগুণ করা হয়েছে ৷
যদিও, কোভ্যাক্স প্রকল্পের ফলে গরিব দেশগুলির বেশির ভাগই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু করেছে ৷ বিশ্বের জনসংখ্যার 16 শতাংশই উচ্চ-আয়ের দেশের অধিবাসী, তাদের মধ্যে 47 শতাংশ ইতিমধ্যেই ভ্যাকসিনেশন পেয়েছে ৷ কিন্তু কম-আয়ের দেশগুলির মাত্র 0.2 শতাংশ মানুষ ভ্যাকসিনেশনের সুবিধে পেয়েছে ৷
রক্তজমাট বাঁধার সমস্যার পর আমেরিকায় আবার জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন চালু হয়েছে ৷ ইউরোপে বেলজিয়ামও শনিবার প্রাপ্তবয়স্কদের জন্য জনসন অ্যান্ড জনসন-এর ডোজ দেওয়া শুরু করবে ৷ ইতিমধ্যে 36,000 ডোজ় পেয়েছে এই দেশ ৷ আর এপ্রিল থেকে জুনের মধ্যে 14 লক্ষ ডোজ় পাবে, এমনটাই আশা তাদের ৷