পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাবে যেতে চান ? অবশ্যই লাগবে কোভিড-নেগেটিভ রিপোর্ট বা টিকাকরণের শংসাপত্র - উইকেন্ড কার্ফু

বাড়তে থাকা সংক্রমণ আটকাতে এবার রাজ্যে প্রবেশে বিধিনিষেধ জারি করল পঞ্জাব সরকার ৷ সঙ্গে কোভিড-নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট না থাকলে কোনওভাবেই ঢোকা যাবে না রাজ্যে ৷

কোভিড নেগেটিভ রিপোর্ট ছাড়া পাঞ্জাবে প্রবেশ নিষেধ
কোভিড নেগেটিভ রিপোর্ট ছাড়া পাঞ্জাবে প্রবেশ নিষেধ

By

Published : May 3, 2021, 9:58 AM IST

চণ্ডীগড়, 3 মে : কোভিড নেগেটিভ রিপোর্ট বা টিকাকরণের শংসাপত্র সঙ্গে না-থাকলে পঞ্জাবে প্রবেশ নিষেধ ৷ রবিবার এই ঘোষণা করল পঞ্জাব সরকার ৷

দেশজুড়ে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে ৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের অবস্থা খুবই খারাপ ৷ সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অনেক রাজ্যই ফের লকডাউনের রাস্তাই বেছে নিয়েছে ৷ পঞ্জাবে শুধু জরুরি পরিষেবার জায়গাগুলি খোলা থাকবে 15 মে পর্যন্ত ৷ আর পাশাপাশি রাজ্যে প্রবেশের ক্ষেত্রে এই কড়াকড়ির ঘোষণা ৷

আরও পড়ুন: হরিয়ানায় সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা করল রাজ্য সরকার

নির্দেশে বলা হয়েছে, "বিমান পথে, রেল পথে যে কোনওদিক দিয়েই হোক না কেন কোভিড-নেগেটিভ রিপোর্ট সঙ্গে না থাকলে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না ৷ এর সঙ্গে, 15 মে পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে ৷" প্রতিদিন সন্ধে ছ'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু চালু থাকবে ৷ উইকেন্ড কার্ফু শুরু হবে শুক্রবার সন্ধে ছ'টা থেকে, চলবে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত ৷ রাজ্যে প্রবেশের পথে রাস্তা আর স্ট্রিটগুলির ভেন্ডর থেকে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখা আবশ্যিক ৷

রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় পঞ্জাবে 7327 জন সংক্রমিত হয়েছেন ৷ 5244 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, 157 জন মারা গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details