নয়াদিল্লি, 6 এপ্রিল : করোনার প্রথম ঢেউয়ের থেকে আরও বেশি দ্রুত করোনার সংক্রমণ ছড়াচ্ছে দ্বিতীয় ঢেউয়ে ৷ মঙ্গলবার নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের তরফে একথা জানানো হয়েছে ৷ যেখানে বর্তমান সংক্রমণের হার নিয়ে বেশ চিন্তায় রয়েছে নীতি আয়োগ ৷ প্রসঙ্গত, পরশুদিন সংক্রমণের হার 1 লক্ষ পেরনোর পর গত 24 ঘণ্টায় কিছুটা সংক্রমণ কমে 96 হাজারে নেমেছে ৷ যেখানে 440 জন করোনার কারণে গোটা দেশে মারা গিয়েছেন ৷
করোনা ভয়াবহ পরিস্থিতিতে এবার প্রোমাদ গুনতে শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে নীতি আয়োগ পর্যন্ত ৷ এনিয়ে নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য জানান, বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ ৷ তিনি বলেন, ‘‘মহামারি প্রথমবারের থেকে অনেক বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ৷ যা কয়েকটি রাজ্যে খুবই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ তবে, সার্বিকভাবে গোটা দেশেই এই সংক্রমণ বাড়ছে ৷’’