নিউ দিল্লি, 11মে : দেশজুড়ে অক্সিজেনের হাহাকার ৷ তার মাঝে ভারতে এসে পৌঁছেছে চারটি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার ৷ ইন্ডিয়ান এয়ার ফোর্সের সূত্র অনুযায়ী, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে জামনগরে এসে পৌঁছেছে একটি কনটেনার ও সিঙ্গাপুর থেকে পানাগড়ে পৌঁছেছে তিনটি কনটেনার ৷
পাশাপাশি, বায়ুসেনার সি 17 গ্লোবমাস্টার বিমানে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে অক্সিজেন ট্যাঙ্কার ৷ একঝলকে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে কতগুলি অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছেছে ৷ নাগপুর থেকে ভুবনেশ্বরে চারটি ৷ বিজয়ওয়াড়া থেকে ভুবনেশ্বরে চারটি ৷ লখনউ থেকে রাঁচিতে দুটি ৷ ভোপাল থেকে রাঁচিতে দুটি ৷ ইয়েলাহাঙ্কা থেকে ভুবনেশ্বরে দুটি ৷ এছাড়াও চণ্ডীগড় থেকে রাঁচিতে দুটি, আগ্রা থেকে জামনগরে দুটি, ভুবনেশ্বর থেকে হিন্দনে তিনটি ৷