নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : করোনার ভ্যাকসিনের বুস্টার এই মুহূর্তে কেন্দ্র সরকারের প্রাধান্য নয় ৷ আজ কেন্দ্রের তরফে এমনটাই জানালেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভারগভ ৷ তিনি জানিয়েছেন, জনগণের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের বুস্টার শট দেওয়া নিয়ে এই মুহূর্তে কোনও বৈজ্ঞানিক আলোচনা হয়নি ৷ এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য দেশের সব মানুষকে করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া ৷ একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ৷
ওই সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ় দেওয়া নিয়ে সরকার বদ্ধপরিকর এবং এটি জরুরি ৷ আর এর অন্যথা হবে না ৷ বলরাম ভারগভ জানিয়েছেন, ‘‘আমাদের একটা বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করে নেওয়া দরকার যে, এই মুহূর্তে বুস্টার ডোজ কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা নয় ৷ জনস্বাস্থ্যে ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করা হয়নি ৷ ভ্যাকসিনের দু’টো ডোজ় দেওয়াই এখন প্রধান গুরুত্ব ৷’’