নাগপুর, 6 জুন : নাগপুরে 12 থেকে 18 বছর বয়সীদের উপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল ভারত বায়োটেক ৷ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেলের ছাড়পত্র পাওয়ার পর আজ থেকেই নাগরপুর এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে হায়দরাবাদের এই সংস্থাটি ৷ দেশের মোট চার জায়গায় এই ট্রায়াল চলবে বলে জানিয়েছে ভারত বায়োটেক ৷
নাগপুরের মেদিত্রিনা হাসপাতালের শিশু চিকিৎসক বসন্ত খালাতকারের তত্ত্বাবধানে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 12-18 বছরের মধ্যে মোট 50 জনকে এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে ৷ তাঁদের রক্ত পরীক্ষা করানো হবে ৷ এর জন্য রক্তের নমুনাও ইতিমধ্যে নেওয়া হয়েছে ৷ সেই রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে এলে শুরু হবে কোভ্যাকসিনের ট্রায়াল ৷