পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় ও ব্রিটেন ভ্যারিয়েন্টেও কার্যকরী কোভ্যাক্সিন: ভারত বায়োটেক - ভারত বায়োটেক

করোনার ভারতীয় ও ব্রিটেন ভ্যারিয়েন্টের উপর কার্যকরী কোভ্যাক্সিন ৷ একটি গবেষণার রিপোর্টকে ভিত্তি করে এমনটাই দাবি করল ভারত বায়োটেক ৷

Covaxin Works Against UK Strain, Variant Found in India, claims Bharat Biotech
ব্রিটেন ও ভারতীয় ভ্যারিয়েন্টেও কার্যকরী কোভ্যাক্সিন: ভারত বায়োটেক

By

Published : May 16, 2021, 6:04 PM IST

নয়াদিল্লি, 16 মে: করোনাভাইরাসের ভারতীয় স্ট্রেন ও ব্রিটেন ভ্যারিয়েন্টের উপর কার্যকরী কোভ্যাক্সিন ৷ একটি গবেষণার রিপোর্টের ভিত্তিতে এমনই দাবি করল ভারত বায়োটেক ৷ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজি ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের যৌথ গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের B.1.167 ভ্য়ারিয়েন্ট ও ব্রিটেনের B.1.1.7 ভ্যারিয়েন্টের উপর কার্যকরী কোভ্যাক্সিন ৷

ক্লিনিক্যাল ইনফেকশাস ডিসিস নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণা রিপোর্ট ৷ ভারত বায়োটেকের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর তথা সহ-প্রতিষ্ঠাতা সুচিত্রা এলা এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "নয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সুরক্ষাবলয় তৈরি করতে কার্যকরী, গবেষণায় এই তথ্য উঠে আসায় আবারও আন্তর্জাতিক স্তরে নিজেদের পরিচয় তুলে ধরল কোভ্যাক্সিন ৷ মুকুটে এটা নতুন পালক ৷"

আরও পড়ুন:টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট

সুচিত্রা এলা পত্রিকার ওই প্রতিবেদনের একটি লিঙ্কও টুইট করেছেন ৷ এই টুইটের পর পরই কোভ্যাকসিনর সরবরাহের খোঁজ শুরু পড়ে যায় ইন্টারনেটে ৷ ক্লিনিক্যাল ট্রায়াল মোডেই জরুরি ভিত্তিতে এই টিকায় অনুমোদন দেওয়া হয়েছিল ৷ এর তৃতীয় দফার ট্রায়াল ও এখনও বাকি রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details