পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 29, 2021, 6:24 PM IST

Updated : Apr 29, 2021, 7:37 PM IST

ETV Bharat / bharat

দাম কমল কোভ্য়াকসিনের, 600 টাকার বদলে 400 টাকায় টিকা পাবে রাজ্য

কোভিশিল্ডের পর দাম কমল কোভ্য়াকসিনেরও ৷ এবার থেকে 600 টাকার বদলে 400 টাকাতেই কোভ্যাকসিনের এক-একটি ডোজ কিনতে রাজ্য় সরকারগুলি ৷ বৃহস্পতিবার বিবৃতি জারি করে একথা ঘোষণা করল কোভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ৷

Covaxin Prices Reduced To Rs 400 From Rs 600 Per Dose For States
দাম কমল কোভ্য়াকসিনের, 600 টাকার বদলে 400 টাকায় টিকা পাবে রাজ্য

নয়াদিল্লি, 29 এপ্রিল : কোভিশিল্ডের পর দাম কমল কোভ্য়াকসিনেরও ৷ এবার থেকে 600 টাকার বদলে 400 টাকাতেই কোভ্যাকসিনের এক-একটি ডোজ কিনতে রাজ্য় সরকারগুলি ৷ বৃহস্পতিবার বিবৃতি জারি করে একথা ঘোষণা করল কোভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক ৷ অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলিকে কোভ্য়াকসিন কিনতে হবে 1200 টাকায় ৷

প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে করোনার টিকা উৎপাদনকারী দু’টি সংস্থা হল ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ৷ বুধবারই সিরামের তরফে ঘোষণা করা হয়, তাদের তৈরি টিকা কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগে রাজ্য় সরকারকে টিকা বিক্রির জন্য 400 টাকা ধার্য করেছিল তারা ৷ বুধবার তা কমিয়ে করা হয় 300 টাকা ৷ সিরামের এই ঘোষণার পরই কোভ্যাকসিনের দাম কমানোর কথা ঘোষণা করল ভারত বায়োটেক ৷

প্রসঙ্গত, ভারতের খোলা বাজারে করোনার টিকা বিক্রি এবং সেগুলি দাম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জলঘোলা ৷ একই সংস্থার তৈরি একই টিকার দাম কীভাবে এক-এক জায়গায় এক-একরকম হয়, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা ইতিমধ্যেই বিনামূল্যে প্রত্য়েক দেশবাসীর টিকাকরণের পক্ষে সওয়াল করতে শুরু করেছেন ৷ তবে এরই মধ্যে টিকা তৈরির জন্য কেন্দ্রের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার বরাত নিচ্ছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ৷

আরও পড়ুন :দাম কমল কোভিশিল্ডের

এই টানাপোড়েনের মধ্যেই ভারত বায়োটেকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘বর্তমানে দেশজুড়ে ভয়াবহ চেহারা নিয়েছে করোনা ৷ অতিমারির এই আবহে গভীরভাবে চিন্তিত ভারত বায়োটেক কর্তৃপক্ষ ৷ নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা করোনার টিকা তৈরি করেছি ৷ রাজ্য় সরকার 400 টাকায় আমাদের তৈরি কোভ্য়াকসিনের এক-একটি ডোজ কিনতে পারবে ৷’’

Last Updated : Apr 29, 2021, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details