পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVAXIN is universal vaccine : কোভ্যাকসিন এখন বিশ্বজনীন টিকা, জানাল ভারত বায়োটেক - কোভিড-19 ভ্যাকসিন কোভ্যাক্সিন

এখন 15-18 বছর বয়সিদের কোভিড-19 ভ্যাকসিন কোভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ এই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা জানাল, তাদের উৎপাদিত কোভ্যাকসিন কিশোর-কিশোরী থেকে প্রবীণ, বিশ্বের সব প্রান্তের মানুষ নিতে পারবেন (COVAXIN is universal vaccine) ৷

COVAXIN is universal vaccine
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন

By

Published : Jan 15, 2022, 8:17 AM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি : কোভ্যাকসিন বিশ্বের সকল কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৷ বৃহস্পতিবার ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক এ কথা জানিয়েছে (COVAXIN is universal vaccine for adults and children, says Bharat Biotech) ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, "কোভ্যাকসিন এখন বিশ্বজনীন ভ্যাকসিন ৷ প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জন্য ৷ আমাদের লক্ষ্য ছিল, কোভিড-19-এর মোকাবিলায় বিশ্বের জন্য ভ্যাকসিন তৈরি করব ৷ আমরা সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি ৷ আমাদের উৎপাদিত সব কিছু লাইসেন্স পেয়েছে ৷"

আরও পড়ুন : COVAXIN Booster against Omicron and Delta : ওমিক্রন, ডেল্টার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী কোভ্যাক্সিন বুস্টার, দাবি ভারত বায়োটেকের

এর আগে হায়দরাবাদের এই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা দাবি করেছিল, তাদের কোভিড-19 ভ্যাকসিনটি ডেল্টা এবং ওমিক্রন, দুই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে পারে ৷ একটি বিবৃতিতে তারা জানায়, "এমরি বিশ্ববিদ্যালয়ে (Emory University) একটি গবেষণা করা হয়েছে ৷ এক ব্যক্তি কোভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন ৷ এর ছ'মাস পর তিনি কোভ্যাকসিনে বুস্টার ডোজ (বিবিভি152) নিয়েছেন ৷ তাঁর সেরা পরীক্ষা করে দেখা গিয়েছে, তা সার্স-কোভ-2-এর ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করতে সক্ষম ৷"

কোভ্যাকসিন সার্স-কোভ-2-এর (SARS-CoV-2 Variants) আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রন, জিটা এবং কাপ্পাকেও খতম করত পারে, উল্লেখ করেছে ভারত বায়োটেক ৷

ABOUT THE AUTHOR

...view details