হায়দরাবাদ, 22 ডিসেম্বর: কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়ালের জন্য ভারত বায়োটেক 26 হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের দিকে এগিয়ে চলেছে। দেশের বিভিন্ন অংশে সফল ভাবে 13 হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের কথা ঘোষণাও করেছে তারা।
কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হয়েছে নভেম্বরের মাঝামাঝি। দেশের 26 হাজার স্বেচ্ছাসেবকের উপর এটা প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ভারতের প্রথম ও একমাত্র কোভিড-19 ভ্যাকসিন যা ট্রায়ালের তৃতীয় পর্যায়ে পৌঁছেছে। প্রথম দুই দফার ক্লিনিক্যাল ট্রায়ালের পর বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে ওই ভ্যাকসিনে।
কোভ্যাক্সিন ভারতের একমাত্র ভ্যাক্সিন, যা দেশে তৈরি হয়েছে। আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সহযোগিতায় তা করা হয়েছে। ভারত বায়েটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লা বলেন, "ভারতে ভ্যাক্সিনের এই ট্রায়াল একেবারে নজিরবিহীন। আর মানুষ যেভাবে এগিয়ে এসেছে, তাতে আমরা আপ্লুত। আমরা দেশের 13 হাজার স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানাতে চাই এই সাহায্যের জন্য।"