মহোবা(উত্তরপ্রদেশ), 19 অক্টোবর: প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা নাবালক খুড়তুতো ভাই-বোনের ! গ্রামের বাইরে গাছের নীচে থেকে উদ্ধার হল দেহগুলি ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহোবা জেলার কোতয়ালি এলাকায় ৷ অপ্রাপ্তবয়স্ক প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ।
মৃতদের পরিবারের সদস্যদের কথায়, দু'জনেই একই স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত । দু'জনে একসঙ্গে রোজ স্কুলে যেত । কখনও কীভাবে দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল তা পরিবারের সদস্যরা জানেন না । খুড়তুতো ভাই-বোনের মধ্যে যে প্রেমের সম্পর্ক চলছে তা তারা আগে টের পায়নি। তবে কয়েকদিন আগে তাদের বন্ধুদের কাছ থেকে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে খবর পায় পরিবার । পরে পরিবারের লোকেরা জানতে পারে, দু'জনেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে । এরপর থেকে তাদের পরিবার দুজনের ওপর নজর রাখতে শুরু করে ।
জানা গিয়েছে, বুধবার রাতে নবরাত্রি উপলক্ষে প্যান্ডেলে বাড়ির বাইরে সবাই ভজন-কীর্তন করছিলেন ৷ এমন সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই দুই খুড়তুতো ভাই-বোন । পরিবারের সদস্যরা খেতে বসলে সেই সুযোগ নিয়ে তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে যায় । এরপর পরিবারের সদস্যরা তাদের দুজনরে খুঁজতে শুরু করে । কিন্তু তাদের দু'জনের কোথাও কোনও খোঁজ মেলে না ৷ অবশেষে পরিবারের লোকজন নগর কোতয়ালি থানার দারস্থ হন ৷ তাদের নিখোঁজের ডায়েরি করা হয় । তবে এরপর রাতভরও কারুর খোঁজ মেলেনি । বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা মাঠের দিকে গেলে গ্রামের বাইরে একটি গাছের কাছে তাদের দেহ পড়ে তাকতে দেখে ৷ সঙ্গে সঙ্গে তারা দু'জনের পরিবারকে খবর দেয় । ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্য-সহ গোটা গ্রাম। ঘটনাটি নগর কোতয়ালী থানায় জানানো হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায় ।
আরও পড়ুন:পরিবারের পাঁচ সদস্যকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার 2 মহিলা
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সত্যম কুমার জানান, শহরের কোতয়ালি থানা এলাকার গ্রামের বাইরে নাবালক খুড়তুতো ভাই ও বোনের দেহ পাওয়া গিয়েছে । দু'জনেই একই স্কুলে লেখাপড়া করত । আত্মহত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ সব দিক তদন্ত করে ব্যবস্থা নেবে । বর্তমানে প্যানেলের উপস্থিতিতে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে ৷ ভিডিওগ্রাফিও করা হচ্ছে ।