নয়াদিল্লি, 24 মার্চ: 2020 সালে দিল্লির হিংসা ঘটনায় নিহত হন আইবি কনস্টেবল অঙ্কিত শর্মা ৷ সেই ঘটনায় প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে খুনের ধারা যুক্ত করল কারকারদুম আদালত (Court Frames Murder Charges Against Ex-AAP Councilor Tahir Hussain) ৷ সেই সঙ্গে আরও 10 জনের নামও সেই তালিকায় রেখেছেন বিচারক ৷ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক পুলস্ত প্রমাচলের এজলাসে এই মামলার শুনানি ছিল ৷ সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা যুক্ত করার সময় তাঁর মন্তব্য ছিল, ‘‘প্রমাণের সঙ্গে গেলে দেখা যাচ্ছে, তাহির ভিড়কে উস্কানি দিয়েছিলেন ৷’’ দিল্লির চাঁদ বাগে আইবি কনস্টেবল অঙ্কিত শর্মার দেহ উদ্ধার হয়েছিল ( IB constable Death in Delhi) ৷
আদালত তার রায়ে তাহির হুসেন ছাড়াও আরও 10 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে নির্দেশ দিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘সকলে ভারতীয় দণ্ডবিধি 147, 148, 153এ, 302 এবং সেই সঙ্গে 120বি ধারায় ওই অপরাধের জন্য সম্পূর্ণভাবে দায়ী ৷’’ আর সেখানে তাহির হুসেনের সবচেয়ে বড় ভূমিকা ছিল বলে আদালত উল্লেখ করেছে ৷ তাহির শুরু থেকেই ভিড়ের মধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে এবং তাদের হিংসাত্মক হয়ে উঠতে উস্কানি দিয়েছে ৷