টিকামগড়, 3 সেপ্টেম্বর:মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার টিকামগড়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক দম্পতির দেহ ৷ তাঁদের চার বছরের শিশু সন্তানের দেহ উদ্ধার হল মেঝে থেকে ৷ প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে পুলিশে খবর দেন ৷ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি তবে পুলিশের প্রাথমিক অনুমান শিশু সন্তানকে মেরে ওই দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ৷ তবে কেন ওই দম্পতি চরম পদক্ষেপ নিল, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
নিওয়ারি জেলার পৃথ্বীপুর থানার অন্তর্গত কেশারিগঞ্জ গ্রামে এই ঘটনায় হতভম্ব প্রতিবেশীরা ৷ জানালার বাইরে থেকে মৃতদেহগুলি ঝুলতে দেখে পুলিশকে তড়িঘড়ি খবর দেন তারাই ৷ মৃত দম্পতির মধ্যে শিশুকন্যার বাবার বয়স 30 বছর এবং মায়ের বয়স 28 বছর বলে জানা গিয়েছে ৷ পৃথ্বীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিকামগড়ে পৌঁছয় ৷ বন্ধ ঘর থেকে চার বছরের শিশু, তার বাবা এবং মায়ের দেহ ঝুলতে দেখেন তারা ৷ শনিবারই স্বামী এবং শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ি থেকে ফিরেছিলেন নিহত যুবতী ৷ ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কেন পরিবারটি এমন কঠোর পদক্ষেপ নিল, তা জানতে তদন্ত চলছে ৷ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ৷