পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bride-Groom Pledge Organ Donation: বর-কনে-আত্মীয়-বন্ধুরা মিলিয়ে বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার 60 জনের - অন্ধ্রপ্রদেশের খবর

বিয়েকে (Couple to pledge organ donation) স্মরণীয় করে রাখতে অঙ্গদানের অঙ্গীকার করলেন এক যুবক (Bride-Groom Pledge Organ Donation)৷ শুধু তিনিই নন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাঁর আত্মীয়, বন্ধুবান্ধব-সহ 60 জন ওই অঙ্গদান করবেন ৷ এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে অঙ্গদান করছেন হবু কনেও ৷

Couple to pledge organ donation on their wedding ETV Bharat
বিয়েতে অঙ্গদানের অঙ্গীকার এই দম্পতির

By

Published : Dec 27, 2022, 1:00 PM IST

বিশাখাপত্তনম, 27 ডিসেম্বর: সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে...৷ কবির লেখা কথাগুলিকে জীবন দিয়ে উপলব্ধি করেন হাতে গোনা কয়েকজন ৷ তাঁদের মধ্যে অন্যতম বিশাখাপত্তনমের এক যুবক ৷ সামনেই তাঁর বিয়ে ৷ আর এই বিশেষ দিনে শুধু নিজের নতুন জীবন নিয়েই আবেগে ভাসেননি তিনি (Bride-Groom Pledge Organ Donation)৷ বরং আরও অনেককে নতুন জীবন দেওয়ার অঙ্গীকার করলেন ৷ তিনি, তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা মিলিয়ে 60 জন ওই দিনই অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন ৷ হবু বরের (Couple to pledge organ donation) এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে অঙ্গদান করবেন বলে ঠিক করেছেন কনেও ৷

পূর্ব গোদাবরী জেলার নিদাদাভোলুর কাছে ভেলিভেন্নু গ্রামের বাসিন্দা সতীশ কুমার ৷ তাঁর বিয়ের দিন আত্মীয় ও বন্ধুদের সঙ্গে তিনি অঙ্গদান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । হবু স্বামীর ভাবনার প্রশংসায় পঞ্চমুখ সজীবা রানি ৷ তিনিও অঙ্গদানের অঙ্গীকার করেছেন ৷

বিশাখার 'সাবিত্রীবাই ফুলে এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট'-এর চেয়ারপার্সন, গুডুরু সীতামহলক্ষ্মী চলতি মাসের 29 তারিখ নিদাদাভোলুতে সতীশের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন এবং তাঁর অঙ্গদানের নথি গ্রহণ করবেন ৷ বর ও কনে উভয়েই তাঁদের বিয়ে উপলক্ষে নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আর অঙ্গদানের থেকে ভালো কোনও কাজ আর কীই বা হতে পারে ৷

আরও পড়ুন:দুর্ঘটনায় মৃত যুবকের অঙ্গদানে নতুন জীবন পেলেন 3 জন

তাঁদের ভাবনার প্রশংসা করে, তাঁদের আত্মীয় এবং বন্ধুরাও তাঁর এই মহৎ কাজে এগিয়ে এসেছেন ৷ সবমিলিয়ে সতীশের বিয়ের দিন 60 জন অঙ্গদানের অঙ্গীকারের নথি জমা দিতে চলেছেন । সতীশ কুমার তাঁদের বিয়ের কার্ডে ছাপিয়েছেন - 'অঙ্গদান করুন - অভাবীদের জীবন দিন'৷ অঙ্গদানের প্রয়োজনীয়তার কথাও প্রচার করেছেন তিনি ৷ তাঁর এই উদ্যোগ নানা মহলে প্রশংসিত হয়েছে ৷ সতীশ কুমার 'ইটিভি ভারত'কে জানিয়েছেন যে, তিনি 'উইলিং টু হেল্প ফাউন্ডেশন'-এর সংগঠক নিখিল এবং পূজার সহায়তায় অঙ্গদানের প্রোগ্রামটি শুরু করেছিলেন ৷ এ বার নিজেও সেই কর্মযজ্ঞে নিজেও শামিল হলেন সতীশ ৷

ABOUT THE AUTHOR

...view details