চামোলি (উত্তরাখণ্ড), 27 জানুয়ারি: জোশীমঠে ধসের (Joshimath Sinking) প্রভাব এবার স্থানীয়দের বিয়ের অনুষ্ঠানেও ৷ সিন্ধাধর ওয়ার্ডের কনওয়ার পরিবারের ছেলে রোহিত কনওয়ারের বিয়ে হল জোশীমঠের কাছে গড়হি ভবানী মন্দিরে (Administration Evacuates Groom Family in Joshimath) ৷ সেখানে বর ও কনে পরিবারের হাতেগোনা কয়েকজন অতিথির উপস্থিতিতে রোহিত কনওয়ার এবং তাঁর বাগদত্তা মেঘার বিয়ে হয়েছে ৷ কিন্তু, বাকি বিয়ের থেকে এটি কোন দিক থেকে আলাদা ? বলা হচ্ছে জোশীমঠের অত্যন্ত সমভ্রান্ত পরিবার এই কনওয়াররা ৷ তাঁদের পরিবারের বিয়ে মানেই জৌলুস ৷ সেখানে একেবারে সাদামাটা একটি অনুষ্ঠানের মাধ্য়মে বিয়ে হল এই পরিবারের ছেলের ৷
কনওয়ারদের তরফে জানানো হয়েছে, তাঁরা জোশীমঠের সিন্ধাধর ওয়ার্ডের বাসিন্দা ৷ কিন্তু, জোশীমঠ যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, তার জেরে বাড়িঘর ছেড়ে তাঁদের অন্যত্র চলে যেতে হয়েছে ৷ জোশীমঠে হোটেল মাউন্ট ভিউ এবং মালারি ইনের ঠিক নিচে পাহাড়ের গায়ে কনওয়ারদের বাড়ি ৷ আর এই দু’টি হোটেল বর্তমানে ভাঙার কাজ চলছে ধসের কারণে ৷ ফলে কনওয়ারদের বাড়িও খুব একটা নিরাপদে নেই ৷