পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chhattisgarh Hit And Run Case: দিল্লির পর ছত্তিশগড়, দম্পতির স্কুটিকে 300 মিটার ঘষটে নিয়ে গেল চারচাকা - Shivnath Over Bridge Accident

দুর্গে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident in Durg) ৷ মৃত স্বামী-স্ত্রী ৷ শনিবার ছত্তিশগড়ের শিবনাথ সেতুর উপর দুর্ঘটনাটি ঘটেছে (Road Accident on Shivnath over Bridge) ৷ স্কুটিতে ধাক্কা মারে 300মিটার দূরে স্কুটিকে টেনে নিয়ে যায় গাড়ি ৷

Chhattisgarh Hit And Run Case
দম্পতির স্কুটিকে 300 মিটার ঘষটে নিয়ে গেল চারচাকা

By

Published : Jan 8, 2023, 5:15 PM IST

দুর্গ, 8 জানুয়ারি:দিল্লি, উত্তর প্রদেশের পর এবার ছত্তিশগড় (Durg news) ৷ 300 মিটার রাস্তা স্কুটিকে টেনে নিয়ে গেল গাড়ি ৷ দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির ৷ শনিবার ছত্তিশগড়ে শিবনাথ ওভারব্রিজ সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃত জ্ঞানচাঁদ লেখওয়ানি (56) ও তাঁর স্ত্রী বন্দনা লেখওয়ানি (45) দুর্গ পোলসাইপাড়ার বাসিন্দা (Husband wife died in road accident in Durg) ৷

এদিন ওই দম্পতি রাজনন্দগাঁও থেকে স্কুটি করে ফিরছিলেন ৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছিলেন তাঁরা ৷ বাড়ি ফেরার সময় শিবানাথ ওভারব্রিজে উঠতেই উলটো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দম্পতির স্কুটিতে ধাক্কা মারে (Shivnath Over Bridge Accident) ৷ প্রায় 300 মিটার ঘষটে নিয়ে যায় স্কুটিটিকে ৷ গুরুতর আহত হন ওই দম্পতি ৷

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন পুলগাঁও থানার পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ সংঘর্ষের জেরে গাড়ি ও স্কুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । এদিকে সংঘর্ষের পর গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় গাড়ির আরোহীরা রক্ষা পেয়েছেন ৷ ঘাতক গাড়ির পলাতক আরোহীদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:এবার কৌশাম্বী ! ছাত্রীকে 200 মিটার ঘষটে নিয়ে গেল গাড়ি

মৃত দম্পতির পরিবার সূত্রে খবর, জ্ঞানচাঁদের লেখওয়ানির দুর্গে কাছে জুতো ও চপ্পলের দোকান ছিল । তার দুই ছেলে ও এক মেয়ে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জ্ঞানচাঁদের পরিবারের সদস্যরা ৷ বাবা -মা কে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন জ্ঞানচাঁদের ছেলে-মেয়েরা ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে সাইকেল আরোহী এক ছাত্রীকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি ৷ ওই ছাত্রী চারচাকা গাড়ির নীচে ঢুকে গেলেও , সেই অবস্থাতেই তাঁকে প্রায় 200 মিটার ঘষটে নিয়ে যায় গাড়িটি ৷ তার পরেই আবার ছত্তিশগড়ের এই দুর্ঘটনা ।

ABOUT THE AUTHOR

...view details