লাতুর (মহারাষ্ট্র), 19 ফেব্রুয়ারি: লাতুর জেলায় কুয়োয় ঝাঁপ দিয়ে (Latur district) আত্মহত্যা প্রেমিক যুগলের। ছেলেটির নাম বিজয় বসন্ত আদমনে। 15 ফেব্রুয়ারি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান দু'জন । দু'দিন পর কুয়ো থেকে উদ্ধার হল দু'জনের দেহ। ঘটনাটি ঘটেছে লাতুরের চিঞ্চোলি বল্লালনাথ শিবারায় ৷ সূত্রের খবর, মেয়েটি নাবালিকা ৷ গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল সে। নাবালিকার পরিবার লাতুর শহরের এমআইডিসি থানায় অপহরণের মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের দু'জনকেই খুঁজতে শুরু করে। তারপরেই শুক্রবার মেয়েটির দেহ এবং শনিবার কুয়ো ভাসমান অবস্থায় পাওয়া যায় ছেলেটির দেহ। এ ব্যাপারে গেটেগাঁও থানায় আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।
কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা: ছেলেটি এবং মেয়েটি একে অপরের কাছাকাছি থাকত ৷ ফলে দু'জনেই একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ। বিজয় বসন্ত আদমনে( 21) লাতুর শহরের বারশি রোডের ভাসওয়াদি এলাকায় থাকতেন। গত 15 ফেব্রুয়ারি দুজনেই হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর মেয়েটির পরিবারের করা অভিযোগের ভিত্তিতে নগরীর এমআইডিসি থানায় অপহরণের মামলা দায়ের করা হয় ।