বেঙ্গালুরু, 22 জুলাই: বাজারে এখন টমেটোর দাম শুনলে মধ্যবিত্তের পিলে চমকে যাওয়ার জোগাড় ৷ এই অবস্থায় ট্রাক ভরতি টমেটো দেখে লোভ সামলাতে পারেননি ৷ তাই ট্রাক সমেত সেগুলি চুরি করেছিলেন এক দম্পতি ৷ এমনকি বাজারে সেগুলি বিক্রিও করে দিয়েছেন ৷ কিন্তু, শেষরক্ষা হল না ৷ ট্রাক ও টমেটো চুরির অভিযোগে গ্রেফতার করা হল তাঁদের ৷ গত গত 8 জুলাই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরএমসি ইয়ার্ড এলাকায় ৷ পুলিশ জানতে পেরেছে ঘটনায় আরও তিনজন জড়িত রয়েছে ৷ প্রায় 250 কেজির বেশি টমেটো চেন্নাই নিয়ে গিয়ে বিক্রি করেছে তাঁরা ৷ ধৃতেরা চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বাকি 3 অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, গত 8 জুলাই কর্ণাটকের হিরিয়ুর এলাকার এক কৃষক 250 কেজি টমেটো একটি ছোট ট্রাকে করে কোলারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন ৷ রাস্তায় আরএমসি ইয়ার্ড এলাকায় ভাস্কর এবং তাঁর স্ত্রী সিন্ধুজা ওই কৃষকের টমেটো ভরতি ট্রাক আটকান ৷ দম্পতি অভিযোগ করেন ট্রাকটি তাঁদের গাড়িতে ধাক্কা মেরেছে এবং সেটির ক্ষতি হয়েছে ৷ এই অভিযোগে কৃষক এবং ট্রাক চালকের সঙ্গে বচসায় জড়ান তাঁরা ৷ বচসা চলাকালীন দম্পতি দেখেন ট্রাকে একাধিক ক্রেট রাখা ও তার মধ্যে টমেটো রয়েছে ৷