পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee : 2024-এ মোদির বিরুদ্ধে নেতৃত্ব দেবে দেশ, হেঁয়ালি জিইয়ে মন্তব্য মমতার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পর সারা দেশে মোদির বিরুদ্ধে লড়াইয়ে এক নম্বর মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাহলে তিনি কি দেশকে নেতৃত্ব দেবেন ?

country will lead against narendra modi, said mamata banerjee
Mamata Banerjee : 2024-এ মোদির বিরুদ্ধে নেতৃত্ব দেবে দেশ, দাবি মমতার

By

Published : Jul 27, 2021, 7:37 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই : পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন (West Bengal Assembly) আসলে ছিল মোদি-মমতার ডুয়েলে ৷ সেই লড়াইয়ে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাই এবার কি তিনি লোকসভা ভোটেও মোদিকে হারাতে দেশকে নেতৃত্ব দেবেন ?

গত 2 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকের পর এই প্রশ্নের মুখোমুখি হতে হল মমতাকে ৷ উত্তরে তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি ৷ বরং একটু হেঁয়ালি করে বলেছেন, ‘‘দেশ নেতৃত্ব দেবে ৷ আমরা অনুসরণকারী ৷’’

আরও পড়ুন :Sonia-Mamata : আগামিকাল সোনিয়ার সঙ্গে মমতার ‘চায়ে পে চর্চা’

রাজনৈতিক মহলের মতে, 2 মে-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে মোদি-বিরোধী মুখ হয়ে উঠেছেন ৷ সারা দেশে মোদি বিরোধিতার প্রশ্নে তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ আর বিধানসভায় বিজেপিকে (BJP) হারানোর আত্মবিশ্বাস নিয়ে এখনই লোকসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

বাংলার শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর সারা দেশের তৃণমূলের সংগঠন বৃদ্ধির কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তার পর 21 জুলাই শহিদ দিবসে সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলের তরফে ৷ দিল্লিতে তৃণমূলের আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিল এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ার (Sharad Pawar), সপা সাংসদ জয়া বচ্চন-সহ অনেকে ৷

আরও পড়ুন :Mamata Banerjee : মোদির পর ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি দিদি

সেদিনই মমতা স্পষ্ট করেছিলেন, এবার মোদি ও বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার সময় এসেছে ৷ বিরোধীদের নিজস্ব স্বার্থ ভুলে তিনি একছাতার তলায় আসার আহ্বান জানিয়েছিলেন ৷ মঙ্গলবার নয়াদিল্লি থেকেও তিনি মোদি-বিরোধিতায় ঘর গোছানোর প্রসঙ্গ তুললেন ৷ বললেন, ‘‘লোকসভার দেরি আছে ৷ কিন্তু পরিকল্পনা অনেক আগে থেকেই করতে হয় ৷’’

অন্যদিকে পেগাসাস (Pegasus) ইস্যুতে গত কয়েকদিন ধরে সরব বিরোধীরা ৷ এই নিয়ে সরব মমতাও ৷ তিনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্ববধানে একটি তদন্ত কমিশন গঠন করেছেন ৷ জাতীয় রাজনীতিতে এই নিয়ে রোজ উত্তাল হচ্ছে সংসদ ৷ লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল-সহ অন্য বিরোধীরা ৷

আরও পড়ুন :Modi-Mamata : মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে আরও ভ্যাকসিনের দাবি মমতার

মঙ্গলবার পেগাসাস ইস্যু নিয়েও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রস্তাব, পেগাসাস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকুন প্রধানমন্ত্রী ৷ সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত হওয়া উচিত ৷

ABOUT THE AUTHOR

...view details