নয়াদিল্লি, 4 জুলাই: 'সন্ত্রাস দমনে দ্বিচারিতা বরদাস্ত নয়', পাকিস্তানের নাম না-করেই তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) শীর্ষক সম্মেলনের সভাপতিত্বে ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই চিন-রাশিয়ার প্রেসিডেন্টেদের উপস্থিতিতেই পাকিস্তানকে উদ্দেশ্য করে মোদির খোঁচা। এসসিও সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে সন্ত্রাসবাদ দমনকে কেন্দ্রবিন্দু করে স্পষ্ট বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদি। যা কার্যত চুপচাপ শুনলেন পাক প্রধানমন্ত্রী শাহনবাজ শরিফ।
বৈঠকে মোদি বলেন, 'আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি স্থাপনে প্রধান অন্তরায় সন্ত্রাসবাদ। সন্ত্রাস দমনে তাই কোনওরকম দু'মুখো নীতি বরদাস্ত করা হবে না। সন্ত্রাস দমনে যে দেশ এগিয়ে আসবে না, সেই দেশের বিরুদ্ধেও লড়তে হবে। কিছু দেশের নীতি, সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখা। সেই দেশগুলিরও নিন্দা দ্বিধাহীন ভাবে করতে হবে।' নরেন্দ্র মোদি বক্তব্যের সময় নিশ্চুপ দর্শকের ভূমিকা নেন পাকিস্তান, চিন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা।
এসসিও বৈঠকে মোদির এজেন্ডা ছিল সন্ত্রাস দমন। পরোক্ষভাবে পাকিস্তানের বিরোধিতা করেই মোদি সন্ত্রাস ও পাকিস্তান নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন। আফগানিস্তান প্রসঙ্গেও মোদি খোলাখুলি বলেন,'আফগানিস্তান সংকটের প্রভাব সরাসরি ভারত-সহ এসসিও গোষ্ঠীভূক্ত বেশিরভাগ দেশের উপর পড়ছে। সে বিষয়টিকেও গুরত্ব দিতে হবে।'