পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Prayagraj Unrest: প্রয়াগরাজে অশান্তির ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অশান্তির (Prayagraj Unrest) ঘটনায় মূল অভিযুক্ত জাভেদ আহমেদ (Javed Ahmad) ওরফে জাভেদ মহম্মদ (Javed Mohammed) ওরফে জাভেদ পাম্পের (Javed Pump) বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ ৷ উদ্ধার হয়েছে বেশ কিছু আপত্তিকর নথি ও বই ৷ মিলেছে প্রচুর ব্যানার, পোস্টার ও পতাকা ৷

country made pistols and several live cartridges found at accused house in prayagraj Unrest case
Prayagraj Unrest: প্রয়াগরাজে অশান্তির ঘটনায় মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

By

Published : Jun 13, 2022, 2:59 PM IST

প্রয়াগরাজ, 13 জুন: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অশান্তির (Prayagraj Unrest) ঘটনায় মূল অভিযুক্ত জাভেদ আহমেদ (Javed Ahmad) ওরফে জাভেদ মহম্মদ (Javed Mohammed) ওরফে জাভেদ পাম্পের (Javed Pump) বাড়ি থেকে উদ্ধার হল দু'টি দেশি আগ্নেয়াস্ত্র ৷ একইসঙ্গে, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে কার্তুজও উদ্ধার করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত 10 জুন অশান্তি ছড়ায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৷ একদল বিক্ষোভকারীর বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত জাভেদের বাড়ি ইতিমধ্যেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ (Prayagraj Development Authority) বা পিডিএ ৷ তাদের পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন, জাভেদের বাড়ির নকশা পিডিএ অনুমোদন করেনি বলেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন:Prophet Remarks Row: বুলডোজার, গ্রেফতারি ও এনএসএ প্রয়োগ, শুক্রবারের হিংসার ঘটনায় কড়া যোগীর পুলিশ-প্রশাসন

প্রয়াগরাজের করেলি এলাকায় জাভেদের ওই বাড়ির নাম 'জেকে আশিয়ানা' ৷ রবিবার সেটি গুঁড়িয়ে দেয় পিডিএ কর্তৃপক্ষ ৷ তাদের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "পিডিএ নকশা অনুমোদন না করলেও জাভেদ তার তোয়াক্কা না করেই বাড়িটি তৈরি করেন ৷ এই নিয়ে আগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল ৷ কিন্তু, নির্দিষ্ট তারিখে জাভেদ বা তাঁর আইনজীবী, কেউই হাজিরা দেননি ৷ বাড়ি তৈরি সংক্রান্ত কোনও নথিও তাঁদের তরফ থেকে জমা দেওয়া হয়নি ৷ সেই কারণেই গত 25 মে ওই বাড়িটি ভাঙার নির্দেশিকা জারি করা হয় ৷"

পরবর্তীতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াগরাজের পুলিশ সুপার অজয় কুমার জানান, ভেঙে ফেলা ওই বাড়ির মূল্য প্রায় 5 কোটি টাকা ৷ এই অভিযান চালানোর সময়েই ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ৷ সেই সময়েই সেখান থেকে কিছু আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা হয় ৷ তার মধ্যে দু'টি দেশি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজও ছিল ৷ সেগুলি সবই বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তবে, বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলার আগেই পরিবারের সদস্যরা বেশ কিছু সামগ্রী নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে জানতে পেরেছে পুলিশ ৷

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, জাভেদের বাড়ি থেকে বেশ কিছু বইপত্র এবং নথিও উদ্ধার করা হয়েছে ৷ সেইসব বই ও নথির বিষয়বস্তু আপত্তিকর বলে দাবি সূত্রের ৷ এছাড়াও, জাভেদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে পোস্টার, ব্যানার ও পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কোথা থেকে সেসব এল, কেনই বা জাভেদ অশান্তি ছড়াতে উস্কানি দিলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details