প্রয়াগরাজ, 13 জুন: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অশান্তির (Prayagraj Unrest) ঘটনায় মূল অভিযুক্ত জাভেদ আহমেদ (Javed Ahmad) ওরফে জাভেদ মহম্মদ (Javed Mohammed) ওরফে জাভেদ পাম্পের (Javed Pump) বাড়ি থেকে উদ্ধার হল দু'টি দেশি আগ্নেয়াস্ত্র ৷ একইসঙ্গে, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে কার্তুজও উদ্ধার করেছে পুলিশ ৷
প্রসঙ্গত, পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত 10 জুন অশান্তি ছড়ায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৷ একদল বিক্ষোভকারীর বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত জাভেদের বাড়ি ইতিমধ্যেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ (Prayagraj Development Authority) বা পিডিএ ৷ তাদের পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন, জাভেদের বাড়ির নকশা পিডিএ অনুমোদন করেনি বলেই এই পদক্ষেপ করা হয়েছে ৷
আরও পড়ুন:Prophet Remarks Row: বুলডোজার, গ্রেফতারি ও এনএসএ প্রয়োগ, শুক্রবারের হিংসার ঘটনায় কড়া যোগীর পুলিশ-প্রশাসন
প্রয়াগরাজের করেলি এলাকায় জাভেদের ওই বাড়ির নাম 'জেকে আশিয়ানা' ৷ রবিবার সেটি গুঁড়িয়ে দেয় পিডিএ কর্তৃপক্ষ ৷ তাদের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "পিডিএ নকশা অনুমোদন না করলেও জাভেদ তার তোয়াক্কা না করেই বাড়িটি তৈরি করেন ৷ এই নিয়ে আগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল ৷ কিন্তু, নির্দিষ্ট তারিখে জাভেদ বা তাঁর আইনজীবী, কেউই হাজিরা দেননি ৷ বাড়ি তৈরি সংক্রান্ত কোনও নথিও তাঁদের তরফ থেকে জমা দেওয়া হয়নি ৷ সেই কারণেই গত 25 মে ওই বাড়িটি ভাঙার নির্দেশিকা জারি করা হয় ৷"
পরবর্তীতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াগরাজের পুলিশ সুপার অজয় কুমার জানান, ভেঙে ফেলা ওই বাড়ির মূল্য প্রায় 5 কোটি টাকা ৷ এই অভিযান চালানোর সময়েই ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ৷ সেই সময়েই সেখান থেকে কিছু আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা হয় ৷ তার মধ্যে দু'টি দেশি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজও ছিল ৷ সেগুলি সবই বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তবে, বাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলার আগেই পরিবারের সদস্যরা বেশ কিছু সামগ্রী নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে জানতে পেরেছে পুলিশ ৷
পুলিশ সূত্রেই জানা গিয়েছে, জাভেদের বাড়ি থেকে বেশ কিছু বইপত্র এবং নথিও উদ্ধার করা হয়েছে ৷ সেইসব বই ও নথির বিষয়বস্তু আপত্তিকর বলে দাবি সূত্রের ৷ এছাড়াও, জাভেদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে পোস্টার, ব্যানার ও পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কোথা থেকে সেসব এল, কেনই বা জাভেদ অশান্তি ছড়াতে উস্কানি দিলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷