হায়দরাবাদ, 13 নভেম্বর: বিদেশে ঘুরতে যে সকলেরই মন চায় ৷ এই ভ্রমণকে স্মরণীয় অভিজ্ঞতা বলা চলে ৷ অন্য দেশে গিয়ে সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য, সৌন্দর্য্যকে চাক্ষুস করা না ভোলার মতোই এক স্মৃতি ৷ তবে অন্য দেশে ঘুরতে গেলে, সেখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে সেখানকার পরিবহণ ব্যবস্থা ব্যবহার করতে হয় ৷ কিন্তু কেউ যদি নিজে গাড়ি ভাড়া করে সেখানে চালান সেটা এক অন্য অভিজ্ঞতা হয় ৷ কিন্তু সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও প্রয়োজন ৷ কিন্তু ভারতীয় নাগরিক হয়ে আপনি বিদেশের মাটিতে আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন কী করে ? এমন কিছু কিছু দেশ আছে যেখানে ভারতের ড্রাইভিং লাইসেন্সও বৈধ ৷ দেখে নেওয়া যাক সেই তালিকা-
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ প্রদেশেই ভারতীয় ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি গাড়ি ভাড়া নিয়ে তা চালাতে পারেন ৷ ইংলিসে লেখা থাকতে হবে সেই লাইসেন্সের যাবতীয় তথ্য ৷ ভারতেও সেই লাইসেন্সের বৈধ মেয়াদ থেকতে হবে ৷ ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনাকে I-94 ফর্মও নিতে হবে ৷ তাতে আপনি কবে আমেরিকায় এসেছেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ৷ তথ্য ঠিক থাকলে আপনি এখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে গাড়ি ভাড়া নিতে পারবেন ৷
জার্মানি
ভারতের ড্রাইভিং লাইসেন্স জার্মানিতে 6 মাস বৈধ ৷ তবে যাবতীয় তথ্য জার্মান ভাষায় ট্রান্সলেট করা থাকতে হবে ৷
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার কয়েকটি প্রান্তেও বৈধ ভারতের ড্রাইভিং লাইসেন্স ৷ নিউ সাউথ ওয়েলস, কইনসল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়ারক মতো কিছু প্রান্তে তিন মাস বৈধ থাকে ভারতের ড্রাইভিং লাইসেন্স ৷ এছাড়াও রাজধানী অঞ্চলেও এই ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য ৷ কিছুকিছু এলাকায় আবার 1 বছর পর্যন্ত এর বৈধতা থাকে ৷ ইংলিশে লেখা থাকতে হবে সব তথ্য ৷
ব্রিটেন