পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bypoll Counting: 6 রাজ্যের 7 কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা চলছে; 3 আসনে এগিয়ে বিজেপি, মুনুগোড়েতে টিআরএস - টিআরএস

6 রাজ্যের 7টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা (Bypoll Counting) শুরু হয়েছে রবিবার সকালে (Counting for Bypolls 2022 underway)৷ প্রাথমিক ট্রেন্ডে (Counting Initial Trend) দেখা যাচ্ছে, 3টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি (BJP leads)৷ আর তেলাঙ্গানার মুনুগোড়েতে এগিয়ে আছে টিআরএস (TRS Leads in Munugode)৷

Counting for Bypolls 2022 underway; in initial trend BJP leads in 3 seats, TRS in Munugode
6 রাজ্যের 7 কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা চলছে; 3 আসনে এগিয়ে বিজেপি, মুনুগোড়েতে টিআরএস

By

Published : Nov 6, 2022, 11:50 AM IST

Updated : Nov 6, 2022, 1:44 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: 6টি রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে চলছে ভোটগণনা (Bypoll Counting)৷ রবিবার ভোটগণনার (Counting for Bypolls 2022 underway) প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিজেপি (BJP leads) উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ, হরিয়ানার আদমপুর এবং ওড়িশার ধামনগরে এগিয়ে রয়েছে ৷ অন্যদিকে, ক্ষমতাসীন টিআরএস তেলাঙ্গানার মুনুগোড়েতে (TRS Leads in Munugode) তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছে (Counting Initial Trend)৷

বিহারে পিছিয়ে রয়েছে বিজেপি ৷ প্রথম রাউন্ডের গণনা শেষে মোকামা এবং গোপালগঞ্জের দুটি বিধানসভা আসনে আরজেডি এগিয়ে রয়েছে । মোকামায় আরজেডি-র নীলম দেবী 35,036টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং গোপালগঞ্জে আরডেজি প্রার্থী মোহন প্রসাদ গুপ্তা 6,314 ভোট পেয়ে এগিয়ে আছেন ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুনুগোড়েতে উপনির্বাচনে প্রথম রাউন্ডের গণনা শেষে টিআরএস 6,096টি ভোট পেয়েছে এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রথম রাউন্ডে 4,904টি ভোট পেয়েছে । আর কংগ্রেস পেয়েছে 1,877টি ভোট ৷

প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী আমান গিরি উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে রয়েছেন । গিরি এখন পর্যন্ত 8,943টি ভোট পেয়েছেন, সমাজবাদী পার্টির বিনয় তিওয়ারি 5,008টি ভোট পেয়েছেন ৷ 6 সেপ্টেম্বর বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির মৃত্যুর কারণে ওই আসনে উপনির্বাচন হয়েছে ৷

আরও পড়ুন:দেশের ছ'টি রাজ্যের 7টি বিধানসভা আসনে উপনির্বাচন

হরিয়ানায় আদমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভব্য বিষ্ণোই এগিয়ে রয়েছেন । তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী জয় প্রকাশের থেকে 2,832 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ।

ওড়িশায় নির্বাচন কমিশনের সূত্র থেকে জানা গিয়েছে, ভদ্রক জেলার ধামনগর উপনির্বাচনের প্রথম রাউন্ডের ভোট গণনার পরে বিজেপি প্রার্থী সূর্যবংশী সুরজ তাঁর বিজেডি প্রতিদ্বন্দ্বী অবন্তী দাসের থেকে 769 ভোটে এগিয়ে রয়েছেন । ইসি জানিয়েছে, প্রাথমিক রাউন্ডে সুরজ 4,749 ভোট পান এবং বিজেডি প্রার্থী অবন্তী দাস 3,980 ভোট পান । কংগ্রেস মনোনীত প্রার্থী বাবা হরেকৃষ্ণ শেঠি পেয়েছেন 162 ভোট ।

যে কেন্দ্রগুলিতে 3 নভেম্বরের উপনির্বাচনের ফলাফল রবিবার প্রকাশিত হবে, তার মধ্যে রয়েছে বিহারের গোপালগঞ্জ ও মোকামা, মহারাষ্ট্রের আন্ধেরি (পূর্ব), তেলাঙ্গানার মুনুগোড়ে, উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ, হরিয়ানার আদমপুর এবং ওড়িশার ধামনগর । এই সাতটি আসনের মধ্যে বিজেপি এবং আঞ্চলিক দলগুলির মধ্যেই আসল টক্কর চলছে ৷ এই আসনগুলির মধ্যে তিনটি ছিল গেরুয়া শিবিরের, দুটি কংগ্রেসের আর একটি করে ছিল শিবসেনা ও আরজেডি-র ৷

Last Updated : Nov 6, 2022, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details