মুম্বই, 1 সেপ্টেম্বর: কেন্দ্রের স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ শুক্রবার এমনই দাবি করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর কথায়, কেন্দ্রের শাসকদল যতই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, জনতা আর আর বিশ্বাসঘাতকতার শিকার হবে না ৷ 'এক দেশ, এক ভোট'-এর সম্ভাবনা অন্বেষণ করার জন্য কেন্দ্রীয় সরকার যখন কমিটি গঠন করেছে, তারই প্রেক্ষাপটে শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে এ কথা বলেন খাড়গে ৷
কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নেতৃত্বে 'এক জাতি, এক ভোট'-কে বাস্তবায়িত করতে একটি কমিটি গঠন করেছে ৷ যার ফলে লোকসভা নির্বাচন এগিয়ে আসার সম্ভাবনা দেখা দিয়েছে ৷ যাতে বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গেই লোকসভা নির্বাচন হতে পারে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে এনডিএ-র বিরুদ্ধে একটি রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৷ ইন্ডিয়া জোট নেতাদের বৈঠকের একটি গ্রুপ ফটো ট্যাগ করে একটি পোস্টে খাড়গে বলেন,
"জুড়েগা ভারত, জিতেগা ভারত । আমরা প্রগতিশীল, ঐক্যবদ্ধ, কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য জোটবদ্ধ ।" 'এক জাতি, এক ভোট' কমিটি গঠনের কথা সরাসরি উল্লেখ না করলেও তাঁর ইঙ্গিত যে সে দিকেই তা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রস নেতা ৷
তিনি বলেন, "শাসকেরা যতই জনগণকে বিচ্যুত এবং বিভ্রান্ত করুক না কেন, ভারতের নাগরিকদের সঙ্গে আর বিশ্বাসঘাতকতা করতে পারবে না । 140 কোটি ভারতীয় পরিবর্তনের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে । এই স্বৈরাচারী সরকারের প্রস্থানের কাউন্টডাউন শুরু হয়েছে ৷"
আরও পড়ুন:'ইন্ডিয়া' দেশের ভালোর জন্য লড়ছে, মুম্বই থেকে বার্তা মমতার
শুক্রবার সূত্রগুলি বলেছে যে, কোবিন্দ এই প্রক্রিয়া কতটা সম্ভব এবং প্রক্রিয়াটি কীভাবে করা যেতে পারে, তা অন্বেষণ করবেন ৷ তিনি দেখবেন যে, কীভাবে দেশে একইসঙ্গে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচন করা যায় ৷ যেমনটি 1967 সাল পর্যন্ত ছিল । তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পরামর্শ করতে পারেন বলে আশা করা হচ্ছে । 18 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার একদিন পরেই সরকারের এই সিদ্ধান্ত সামনে এল ৷
2014 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একযোগে নির্বাচনের ধারণার হয়ে জোরালো সওয়াল করে আসছেন ৷ এ দিন ইন্ডিয়ার বৈঠকে ভাষণ দেওয়ার সময় খাড়গে বলেন যে, "বিরোধী জোটের শক্তি কেন্দ্রের বিজেপি সরকারকে 'নার্ভাস' করে তুলছে । আমাদের শক্তি সরকারকে 'নার্ভাস' করে তুলেছে বলেই তারা সংসদে মূল বিলগুলিকে আরও বুলডোজ করছে, আমাদের সাংসদদের সাসপেন্ড করছে ৷"