পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

16 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণ শুরু - coronavirus vaccination in India

আগামী 16 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র । প্রাথমিকভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাইকর্মী, পৌরকর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সশস্ত্রবাহিনীর মতো সামনের সারি থেকে লড়াই করা মানুষজন টিকা পাবেন ।

coronavirus vaccination to start from january 16 in India
16 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণ

By

Published : Jan 9, 2021, 4:44 PM IST

Updated : Jan 9, 2021, 6:00 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : 16 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কোরোনার টিকাকরণ । সারা দেশে টিকাকরণে স্বাস্থ্যকর্মী ও সামনের সারি থেকে যুদ্ধ করা মানুষজনকে টিকাকরণের আওতায় আনা হবে । এই সংখ্যা প্রায় তিন কোটি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ।

স্বাস্থ্যকর্মীদের পর টিকাকরণের আওতায় আসবেন 50 বছরের বেশি বয়সের মানুষজন । 50-এর নিচে কোমর্বিডিটিতে যারা আক্রান্ত তাদেরও টিকা দেওয়া হবে বলে জানা গেছে । কোরোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন । বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, স্বাস্থ্যসচিব ও অন্যান্য আধিকারিকরা ।

আরও পড়ুন :কোরোনার টিকা : কীভাবে নাম নথিভুক্ত করবেন ?

কোরোনার টিকা কবে বাজারে আসবে, কবে তা সাধারণের নাগালের মধ্যে আসবে তা নিয়ে জল্পনা চলছিল কিছুদিন ধরে । সম্প্রতি কোভিশিল্ড ও কোভ্যাকসিনের জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি দেয় কেন্দ্র । পাশাপাশি বলা হয়, টিকাকরণে অগ্রাধিকার পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থেকে যারা কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁরা । অর্থাৎ পুলিশ, সাফাইকর্মী, রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন দপ্তর, সশস্ত্র বাহিনী, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পৌর ও রাজস্ব বিভাগে কর্মরত মানুষজনও অগ্রাধিকার পাবেন টিকাকরণে ।

আরও পড়ুন :ভারত বায়োটেকের সঙ্গে মউ স্বাক্ষর ব্রাজ়িলের সংস্থার, 50 লাখ ডোজ় কেনার চুক্তি

এরপরে পঞ্চাশোর্ধ মানুষজন । 50-এর নিচে বয়স অথচ কোমরবিডিটিতে আক্রান্তরাও টিকাকরণের আওতায় প্রাথমিকভাবে আসবেন বলে জানায় কেন্দ্রীয় সরকার । সবশেষে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ব্যবহার করে এই বয়সসীমার মানুষদের বেছে নেওয়া হবে ।

Last Updated : Jan 9, 2021, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details