নয়াদিল্লি, 19 এপ্রিল: করোনাভাইরাস মোকাবিলায় এ বার দিল্লিতে লকডাউন ঘোষণা করা হল ৷ আজ রাত 10টা থেকে পরের সোমবার সকাল পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
6 দিনের লকডাউন জারির কথা ঘোষণা করে কেজরিওয়াল জানিয়েছেন, "সরকার আপনার যাবতীয় যত্ন নেবে ৷ উদ্ভুত পরিস্থিতিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ৷ 6 দিনের এই লকডাউনে আমাদের আরও বেড ও অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে নেওয়ায় সুবিধে হবে ৷" বর্তমানে আইসিইউ বেড প্রায় সব ভর্তি ও অক্সিজেনের পরিমাণও খুবই কমে গিয়েছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷