পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coronavirus in India: দৈনিক সংক্রমণ ফের 12 হাজারের উপরে, মিলে যাবে চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস ? - ভারতে করোনাভাইরাস

দেশে করোনার দৈনিক সংক্রমণ ফের 12 হাজারের উপরে উঠে গেল (Coronavirus in India)৷ চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস কি তবে মিলে যেতে চলেছে ? এই নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা (New Covid Cases In India in 24 Hours)৷

Coronavirus: Over 12,000 New Covid Cases In India in 24 Hours
দৈনিক সংক্রমণ ফের 12 হাজারের উপরে, মিলে যাবে চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস ?

By

Published : Jun 22, 2022, 11:26 AM IST

নয়াদিল্লি, 22 জুন: একদিন 10 হাজারের নিচে নামলেও ফের 12 হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ (Coronavirus in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 12,249 জন ৷ গতকালই এই সংখ্যাটা ছিল 9 হাজার 923 ৷ তবে কমেছে করোনায় মৃতের সংখ্যা ৷

বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা 12,249 ৷ এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4,33,31,645 জন ৷ দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় অ্যাক্টিভ রোগী 2,374 বেড়ে বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 81,687 ৷ মোট সংক্রমণের 0.19 হল অ্যাক্টিভ রোগী (Covid in India)৷

গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 13 জনের ৷ এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,24,903 ৷ গতকাল করোনায় মারা গিয়েছিলেন 17 জন ৷ করোনা থেকে সুস্থতার হার 98.60 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার 3.94 শতাংশ ৷

আরও পড়ুন:Corona Update in India : করোনা সংক্রমণ 10 হাজারের নিচে, কমেছে হারও

দিনকয়েক আগেই আইআইটি কানপুর আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল যে, 22 জুন থেকে দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে ৷ সেই ঢেউ শীর্ষে উঠতে পারে অগস্টের শেষে ৷ এই পূর্বাভাসই সত্যি হতে চলেছে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা ৷ করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি সেই দিকেই ইঙ্গিত করছে কি না, তা এখনও স্পষ্ট নয় (New Covid Cases In India in 24 Hours)৷

ABOUT THE AUTHOR

...view details