পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coronavirus : 102 দিন পর দেশে করোনার দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচে - ভারতে করোনা

দেশে করোনা সংক্রমণ অনেকটা কমল ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে (Coronavirus in India) আক্রান্ত হয়েছেন 37 হাজার 566 জন ৷ 102 দিন পর দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচে নেমেছে ৷ করোনায় মৃত্যু হয়েছে 907 জনের ৷

Coronavirus: India reports less than 40,000 daily new cases after 102 days
102 দিন পর দেশে করোনার দৈনিক সংক্রমণ নামল 40 হাজারের নিচে

By

Published : Jun 29, 2021, 9:39 AM IST

Updated : Jun 29, 2021, 10:43 AM IST

নয়াদিল্লি, 29 জুন : দেশে করোনা সংক্রমণ এক লাফে অনেকটা কমল ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে (Coronavirus in India) আক্রান্ত হয়েছেন 37 হাজার 566 জন ৷ 102 দিন পর দেশে দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচে নামল ৷ আরও বেড়েছে সুস্থতার হার ৷ বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার বেড়ে হয়েছে 96.87 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 907 জনের ৷

গত রবিবারের সংক্রমণ দেশে 50 হাজারের গণ্ডি পেরিয়ে গেলেও সোমবার দেশের দৈনিক সংক্রমণ নেমে যায় 46 হাজার 148-এ ৷ তবে মঙ্গলবার সংক্রমণ এক ধাক্কায় অনেকটা কমেছে ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 566 জন ৷ রবিবারই এই সংখ্যাটা ছিল 50 হাজার 40 জন ৷ সংক্রমণের পাশাপাশি আজ কমেছে মৃতের সংখ্যাও ৷ সোমবার করোনায় মৃত্যু হয়েছিল 979 জনের ৷ তবে গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 907 জন ৷

আরও পড়ুন:দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, গত 24 ঘণ্টায় আক্রান্ত 46 হাজার, মৃত 979

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 3 লাখ 16 হাজার 897 জন ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 97 হাজার 637 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 5 লাখ 52 হাজার 659 জন ৷

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 56 হাজার 994 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 93 লাখ 66 হাজার 601 জন ৷ সুস্থতার হার বর্তমানে 96.87% ৷

আরও পড়ুন:গুজবে কান দেবেন না, নির্দ্বিধায় টিকা নিন ; আর্জি মোদির

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 32 কোটি 90 লাখ 29 হাজার 510টি ডোজ দেওয়া হয়েছে ৷ টিকাকরণে গতকালই আমেরিকার থেকে এগিয়ে গিয়েছে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক ৷ সেখানে গতকাল পর্যন্ত 32 কোটি 33 লাখ 27 হাজার 328টি ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয় ৷ আর গতকাল পর্যন্ত এ দেশে 32 কোটি 36 লাখ 63 হাজার 297টি টিকার ডোজ পেয়েছিল মানুষ ৷

Last Updated : Jun 29, 2021, 10:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details