নয়াদিল্লি, 12 জুন: ক্রমে ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের গ্রাফ ৷ দেশে আরও বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ (Corona in India)৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 8,582 জন ৷ কোভিডে মৃত্যু হয়েছে আরও চারজনের (Corona update in india)৷
শনিবারই দৈনিক সংক্রমণ আট হাজার ছাড়িয়ে গিয়েছিল ৷ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন 8,329 জন ৷ সেই সংখ্যাটাই আজ আরও কিছুটা বেড়েছে ৷ রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8,582 জন ৷ এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4,32,22,017 ৷ তবে গতকালের তুলনায় করোনায় মৃতের সংখ্যা আরও কমেছে ৷ গতকাল করোনায় প্রাণ গিয়েছিল 10 জনের ৷ গত 24 ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 4 জন ৷ এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 5,24,761 ৷