পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India: চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে আরও বাড়ল সংক্রমণ-মৃত্যু - কোভিড 19

ক্রমে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস (Corona in India)৷ দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ (Corona India Update)৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হন 7,584 জন ৷ মৃত্যু হয়েছে 24 জনের (Coronavirus latest report)৷

Coronavirus: India reports 7,584 fresh COVID-19 cases, 24 deaths in last 24 hours
চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে আরও বাড়ল সংক্রমণ-মৃত্যু

By

Published : Jun 10, 2022, 10:20 AM IST

নয়াদিল্লি, 10 জুন:আরও বাড়ল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ (Corona in India)৷ 99 দিন পর গতকাল দেশে একদিনে আক্রান্তের সংখ্যা 7000 ছাড়িয়েছিল ৷ আক্রান্ত হয়েছিলেন 7,240 জন ৷ এই সংখ্যাটা আরও বেড়ে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 7,584 জন (Coronavirus latest report)৷

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও ৷ মৃত্যু হয়েছে 24 জনের ৷ এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,24,747 ৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 36,267 ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 32,498 ৷

গত 24 ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন 3,791 জন ৷ এর ফলে সুস্থতার হার প্রায় 98.71 শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করেছেন মোট 4,26,44,092 জন ৷

আরও পড়ুন:Covid Cases Rise in India: 99 দিন পর দেশে করোনার দৈনিক সংক্রমণ ছাড়াল 7000

গত কয়েকদিন ধরে যে ভাবে কোভিডের সংক্রমণ (New COVID-19 cases) বাড়ছে, তা মনে করিয়ে দিচ্ছে অতীতে ভয়ংকর স্মৃতিকে ৷ দৈনিক সংক্রমণের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, 2020 সালের 7 অগস্ট যেটা 20 লাখ ছাড়িয়েছিল, 23 অগস্ট তা হয় 30 লাখ, 5 সেপ্টেম্বর হয় তা হয় 40 লাখ, 16 সেপ্টেম্বর সেটাই হয় 50 লাখ ৷ 28 সেপ্টেম্বর তা আরও বেড়ে হয় 60 লাখ, 11 অক্টোবর হয় 70 লাখ, 29 অক্টোবর তা ছাড়িয়ে যায় 80 লাখ, 20 নভেম্বর 90 লাখ ও 19 ডিসেম্বর তা ছাড়িয়ে যায় এক কোটি (Corona India Update)৷

ABOUT THE AUTHOR

...view details