নয়াদিল্লি, 1 জুলাই: কিছুটা কমল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ (Corona Update in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 17,070 জন (Fresh Covid 19 cases)৷ গতকাল এই সংখ্যাটা ছিল 18 হাজার 819 জন ৷ যা গত 130 দিনে ছিল সর্বোচ্চ ৷ তবে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷
গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও কিছুটা কমেছে (Coronavirus in India)৷ মারা গিয়েছেন 23 জন ৷ দেশে করোনা আক্রান্ত হয়ে গতকাল 39 জনের মৃত্যু হয় ৷ করোনায় এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 5,25,139 জনের ৷
সংক্রমণ ও মৃত্যু গতকালের থেকে কমলেও বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷ বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগী 2,634 জন বেড়ে হয়েছে 1,07,189 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 1 লক্ষ 4 হাজার 555 ৷