নয়াদিল্লি, 30 ডিসেম্বর:যত দিন যাচ্ছে, ততই চিন্তা বাড়াছে কোভিড ৷ দেশে আরও বাড়ল করোনাভাইরাসের (Covid in India) সক্রিয় রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে আরও 243 জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এর ফলে দেশে করোনায় আক্রান্তের (Coronavirus in India) মোট সংখ্যা বেড়ে হল 4.46 কোটি ৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে এ কথা জানানো হয়েছে (Active Covid cases in country rise)৷ বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3,609 ৷
দেশে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4,46,78,158 ৷ গত 24 ঘণ্টায় আরও একজনের কোভিডের কারণে মৃত্যুর খবর এসেছে ৷ এর ফলে দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা হয়েছে 5,30,699 ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দৈনিক পজিটিভিটির হার 0.11 শতাংশে পৌঁছেছে এবং সাপ্তাহিক পজিটিভিটির হার হয়েছে 0.16 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কোভিড শনাক্তকরণের জন্য 2,13,080টি পরীক্ষা করা হয়েছে । স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, মোট সংক্রমণের 0.01 শতাংশ হল সক্রিয় রোগী ৷ দেশে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে 98.80 শতাংশ হয়েছে ৷