পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid in India: 24 ঘণ্টায় আক্রান্ত আরও 243, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে 3609 - ভারতে কোভিড

24 ঘণ্টায় দেশে আরও 243 জন করোনায় (Covid in India) আক্রান্ত হলেন ৷ দেশে সক্রিয় করোনা (Active Covid cases in country rise) রোগীর সংখ্যা (Coronavirus in India) বেড়ে হয়েছে 3,609 ৷

Covid in India ETV Bharat
ভারতে কোভিড

By

Published : Dec 30, 2022, 1:08 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর:যত দিন যাচ্ছে, ততই চিন্তা বাড়াছে কোভিড ৷ দেশে আরও বাড়ল করোনাভাইরাসের (Covid in India) সক্রিয় রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে আরও 243 জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এর ফলে দেশে করোনায় আক্রান্তের (Coronavirus in India) মোট সংখ্যা বেড়ে হল 4.46 কোটি ৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে এ কথা জানানো হয়েছে (Active Covid cases in country rise)৷ বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 3,609 ৷

দেশে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4,46,78,158 ৷ গত 24 ঘণ্টায় আরও একজনের কোভিডের কারণে মৃত্যুর খবর এসেছে ৷ এর ফলে দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা হয়েছে 5,30,699 ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দৈনিক পজিটিভিটির হার 0.11 শতাংশে পৌঁছেছে এবং সাপ্তাহিক পজিটিভিটির হার হয়েছে 0.16 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কোভিড শনাক্তকরণের জন্য 2,13,080টি পরীক্ষা করা হয়েছে । স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, মোট সংক্রমণের 0.01 শতাংশ হল সক্রিয় রোগী ৷ দেশে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে 98.80 শতাংশ হয়েছে ৷

আজকের রিপোর্টে বলা হয়েছে যে, করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে 4,41,43,850 ৷ মৃত্যুর হার 1.19 শতাংশে দাঁড়িয়েছে । মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত কোভিড টিকার 220.09 কোটি ডোজ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:রিপোর্ট নেগেটিভ, আইডি হাসপাতাল থেকে ছুটি পেলেন করোনা আক্রান্ত বিদেশিনী

ভারতে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা 2020 সালের 7 অগস্ট ছিল 20-লক্ষ, সে বছর 23 অগস্ট ছিল 30 লক্ষ, 5 সেপ্টেম্বর ছিল 40 লক্ষ এবং 16 সেপ্টেম্বর তা 50 লক্ষ ছাড়িয়ে যায় ৷ এরপর লাফিয়ে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা ৷ 28 সেপ্টেম্বর 60 লক্ষ, 11 অক্টোবর 70 লক্ষ, 29 অক্টোবর 80 লক্ষ, 20 নভেম্বর 90 লক্ষ ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা ৷ 2020 সালের 19 ডিসেম্বর এই সংখ্যা এক কোটির সীমা ছাড়িয়ে যায় । ভারত 2021 সালের 4 মে দুই কোটি, 23 জুন তিন কোটি এবং চলতি বছরের 25 জানুয়ারি চার কোটি ছাড়িয়ে যায় আক্রান্তের সংখ্যা ।

ABOUT THE AUTHOR

...view details