নয়াদিল্লি, 29 এপ্রিল:কোভিড টিকা নেওয়ার জন্য সরকারের নির্দিষ্ট করা ওয়েবসাইটে এক দিনেই নাম নথিভুক্ত করলেন প্রায় 1.33 কোটি মানুষ ৷ বুধবারই নাম নথিভুক্ত করার প্রক্রিয়া জনগণের জন্য খুলে দেওয়া হয় কোউইন অ্যাপে ৷
1 এপ্রিল থেকে দেশে 18 বছরের উপর সবাই করোনা টিকা নিতে পারবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৷ বুধবার থেকে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ ৷ প্রথমে এক মিনিটে প্রায় 27 লক্ষ মানুষ ঢুকে পড়ায় ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিলেও, পরে তা ঠিক হয়ে যায় ৷ সরকারি একটি সূত্র জানিয়েছে, আরও অ্যাপয়েন্টমেন্ট স্লট শিগগিরই দেওয়া হবে ৷ যদি বর্তমানে স্লট না থাকে,তাহলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে হবে ৷ মানুষকে ধৈর্য ধরার আবদন জানানো হয়েছে ৷ তবে প্রথম দিনেই 1.33 কোটি মানুষ টিকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে বলে জানিয়েছে ওই সূত্র ৷