পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সবরমতী নদী এবং কাকারিয়া ও চান্ডোলা লেকের জলে করোনা ভাইরাসের হদিশ

সংগ্রহ করা সেই জলের নুমনা পরীক্ষা করে তাতে পাওয়া করোনা ভাইরাসগুলি মৃত বলে জানা গিয়েছে ৷ সেগুলি সংক্রিয় অবস্থায় ছিল না ৷ গবেষকরা জানিয়েছেন ওই ভাইরাসগুলি মানুষের শরীরে গিয়ে সংক্রমণ ছড়াতে পারবে না ৷ তাই ভয়ের কারণ নেই ৷

corona-virus-found-in-ahmedabads-sabarmati-river-kakaria-and-chandola-lake-water
সবরমতী নদী এবং কাকারিয়া ও চান্ডোলা লেকের জলে করোনা ভাইরাসের হদিশ

By

Published : Jun 18, 2021, 6:17 PM IST

আমেদাবাদ, 18 জুন : করোনা ভাইরাসের হদিশ মিললো নদীর জলে ৷ আমেদাবাদের সরবমতী নদীর জলে করোনা ভাইরাসের হদিশ পেয়েছেন গান্ধিনগর আইআইটি এবং অন্য 8টি ইনস্টিটিউটের গবেষকরা ৷ তবে, শুধুই সবরমতী নদী নয় ৷ সেই সঙ্গে গুজরাতের বিখ্যাত কাকারিয়া লেক এবং চান্ডোলা লেকের জলেও করোনার ভাইরাস পেয়েছেন গবেষকরা ৷ গত বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে জলের স্যাম্পেল সংগ্রহ করেছিলেন গবেষকরা ৷

তবে, সংগ্রহ করা সেই জলের নুমনা পরীক্ষা করে তাতে পাওয়া করোনা ভাইরাসগুলি মৃত বলে জানা গিয়েছে ৷ সেগুলি সক্রিয় অবস্থায় ছিল না ৷ গবেষকরা জানিয়েছেন ওই ভাইরাসগুলি মানুষের শরীরে গিয়ে সংক্রমণ ছড়াতে পারবে না ৷ তাই ভয়ের কারণ নেই ৷ কিন্তু, প্রশ্ন উঠছে যে সময় ওই ভাইরাসগুলি সবরমতীর জলে বা লেকের জলে মিশেছিল সেগুলি মৃত ছিল কি না, তা কীভাবে জানা যাবে? আর সেই সময় যদি কেউ সেখান থেকে সংক্রমিত হয়ে থাকেন তাও জানা সম্ভব নয় ৷

আরও পড়ুন :প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের

ফলে স্বাভাবিকভাবেই নদী ও লেকের জলে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলায় কিছুটা হলেও চিন্তার বিষয় থেকেই যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details