শান্তিনিকেতন, 9 জুলাই: কোভিডে আক্রান্ত অমর্ত্য সেন । তিনি এখন শান্তিনিকেতনেই রয়েছেন ৷ সেখানেই চিকিৎসা হচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদের (Corona Positive Amartya Sen is being treated in Santiniketan Pratichi House) ৷
1 জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়ি 'প্রতীচী'তে আসেন অমর্ত্য সেন ৷ কোভিডের ফলে হওয়া লকডাউনের জন্য প্রায় 2 বছর পৈতৃক বাড়িতে আসা সম্ভব হয়নি । এবার এলেও তিনি বাড়িতেই ছিলেন ৷ কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে বেশি মানুষজনের সঙ্গে দেখাসাক্ষাৎ করেননি ৷ ঘনিষ্ঠ কয়েকজন বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ।
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী, এখানেই রয়েছেন করোনা আক্রান্ত বিশিষ্ট অর্থনীতিবিদ আরও পড়ুন: দেশে জাতিসঙ্কট নিয়ে শঙ্কিত অমর্ত্য সেন, দিলেন দাওয়াই
শুক্রবার জানা গিয়েছে, সাবধানতা অবলম্বন করলেও 88 বছর বয়সী অর্থনীতিবিদ করোনা আক্রান্ত । আপাতত প্রতীচীতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল । 10 জুলাই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে । কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে ।
বর্ষীয়ান অর্থনীতিবিদের বাড়িতে গিয়েই চিকিৎসকেরা তাঁকে দেখছেন । আপাতত কিছুটা ভালো আছেন, এমনটাই জানা গিয়েছে । শনিবারের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি অংশ নেন অমর্ত্য সেন ৷