বিদিশা (মধ্যপ্রদেশ), 15 এপ্রিল : অবহেলার নয়া নজির গড়ল মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতাল ৷ জীবিত রোগীকে পরপর দু’বার মৃত বলে ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কাঠগড়ায় বিদিশার অটলবিহারী বাজপেয়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ৷
সম্প্রতি কোভিড ভাইরাসে আক্রান্ত হন সুলতানিয়ার বাসিন্দা গোরেলাল কারুই ৷ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ পরে হাসপাতালের তরফে জানানো হয়, মৃত্য়ু হয়েছে ওই ব্যক্তির ৷ কিন্তু দেহ দেখেই চমকে ওঠেন গোরেলালের পরিজনেরা ৷ দেখেন, গোরেলালের বদল অন্য কারও মৃতদেহ পাঠানো হয়েছে তাঁদের ৷
পরিবার সূত্রে খবর, যেদিন গোরেলালকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেদিন রাতেই তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পরে গত 13 এপ্রিল তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা ৷ তখন তাঁদের জানানো হয়, গোরেলাল মারা যাননি, জীবিতই রয়েছেন ৷