নয়াদিল্লি, 8 নভেম্বর : দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 451 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 853 জন ৷ সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায় ৷ এখানে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 7 হাজার 124 জন ৷
গত চব্বিশ ঘণ্টায় দেশে কমেছে মৃতের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে এদিন জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় 266 জন মারা গিয়েছেন ৷ আগের দিন 526 জন রোগী মারা গিয়েছিলেন৷ এপর্যন্ত দেশে মোট 4 লক্ষ 61 হাজার 57 জন করোনা সংক্রামিত রোগী মারা গেলেন ৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 43 লক্ষ 66 হাজার 987 জন ৷