পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কমছে করোনার সংক্রমণ, নাইট কার্ফু শিথিল করল গুজরাত

গুজরাতের 36টি শহরে নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ রাজ্য়ে করোনার সংক্রমণ কমাতেই এই পদক্ষেপ ৷ বুধবার রাজ্য়ের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ৷

Corona infection decreases, night curfew relaxed in Gujarat
কমছে করোনার সংক্রমণ, নাইট কার্ফু শিথিল করল গুজরাত

By

Published : May 26, 2021, 5:41 PM IST

আহমেদাবাদ , 26 মে : করোনার সংক্রমণ কিছুটা কমায় রাজ্য়ের 36টি শহরে নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল গুজরাত সরকার ৷ বুধবার রাজ্য়ের তরফে একথা ঘোষণা করা হয়েছে ৷ তবে দিনের বেলায় যেসমস্ত বিধিনিষেধ ছিল, তা আপাতত বহাল থাকবে ৷

এদিন রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে গান্ধিনগরে বৈঠকে বসেন মন্ত্রিসভার সদস্যরা ৷ সেই বৈঠকের পরই নাইট কার্ফু শিথিল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ৷ তিনি জানান, এত দিন রাত আটটা থেকে সকাল ছ’টা পর্যন্ত নাইট কার্ফু বলবৎ থাকত ৷ এবার এই সময়সীমা এক ঘণ্টা কমানো হচ্ছে ৷ এবার থেকে রাজ্যের 36টি শহরে নাইট কার্ফু শুরু হবে রাত ন’টায় ৷ চলবে সকাল ছ’টা পর্যন্ত ৷

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গুজরাতে করোনার সংক্রমণের হার অনেকটাই কমেছে ৷ গত 30 এপ্রিল প্রায় 14 হাজার 600 মানুষের শরীরে কোভিড ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল ৷ আর এখন রোজ প্রায় 3 হাজার 200 জন নতুন আক্রান্তের খোঁজ মিলছে ৷ তাই আমরা নাইট কার্ফু কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি ৷ এবার থেকে রাত ন’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত নাইট কার্ফু বলবৎ থাকবে ৷’’

আরও পড়ুন :করোনার ভ্যাকসিন নষ্টে শীর্ষে ঝাড়খণ্ড, জানাল স্বাস্থ্যমন্ত্রক

বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করে নাইট কার্ফু-র নতুন সময়সীমা সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে সকাল বেলার বিধিনিষেধে কোনও পরিবর্তন আসছে বলেও জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details