মুম্বই, 21 এপ্রিল : শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়সহ বাইকুলা জেলের 39 জন বন্দি করোনায় আক্রান্ত । বুধবার এমনই জানাল জেল কর্তৃপক্ষ ।
2012 সালে আর্থিক বিবাদের জেরে মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগ ওঠে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, স্বামী পিটার মুখোপাধ্যায় ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার বিরুদ্ধে । 2015 এর অগস্ট মাসে মুম্বইয়ের বাইকুলা মহিলা জেলে বন্দি হন ইন্দ্রাণী ।