হাভেরি (কর্নাটক), 9 মে : করোনার জের ৷ রাস্তায় বসে ফল বিক্রি করতে হচ্ছে কলেজের অতিথি অধ্য়াপককেও ! এই ছবি কর্নাটকের ওমনি এলাকার ৷
সি কে পাতিল হাভেরির একটি কলেজে অতিথি অধ্য়াপক ৷ গত কয়েক দিন ধরেই রাস্তার ধারে বসে আম বিক্রি করছেন তিনি ৷ এই আম তাঁদের বাগানের ৷ এ থেকেই স্পষ্ট দক্ষিণের এই রাজ্য়ে কতটা অসহায় অতিথি অধ্যাপকরা ৷
তথ্য বলছে, চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত অসংখ্য অতিথি অধ্য়াপককে তাঁদের দায়িত্ব থেকে অব্য়াহতি দিয়েছে রাজ্যের সরকার ৷ মহামারির আবহে চরম অর্থসঙ্কটের মধ্যে পড়েছেন তাঁদের একটা বড় অংশ ৷ টাকা রোজগারের জন্য 100 দিনের কাজও করছেন কেউ কেউ ! এই শ্রমিকদের তালিকায় রয়েছেন মাস্টার্স ডিগ্রিধারী ও পিএইচডি করা বহু তরুণ ৷