জম্মু, 9 মে : করোনা সংক্রমণ রুখতে 17 মে পর্যন্ত জম্মু ও কাশ্মীরে জারি থাকা কার্ফুর সময়সীমা বাড়িয়ে দিল এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ৷ এর আগে জারি করা কার্ফু সোমবার শেষ হওয়ার কথা ছিল ৷ রাজ্যের জনপরিষেবা দফতরের তরফে জারি করা বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে কয়েকটি জরুরি পরিষেবা বাদে সব বন্ধ থাকবে ৷
শেষ 24 ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে 4 হাজার 788 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার ফলে উপত্যকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 লক্ষ 11 হাজার 742 হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, শেষ 24 ঘণ্টায় 60 জনের মৃত্যু হয়েছে ৷ যার ফলে সে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে 2 হাজার 672 জনের ৷ এর আগে জম্মু ও কাশ্মীরের 20টি জেলায় 10 মে সকাল 7টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছিল ৷ কার্ফুর সেই সময়সীমা 7 দিন বাড়িয়ে 17 মে সকাল 7টা পর্যন্ত করা হয়েছে ৷